বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: সোমবার বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিধানসভায় মমতা গভীরভাবে উদ্বেগ প্রকাশ করে বলেন, তিনি কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ করবেন যাতে রাষ্ট্রসংঘের শান্তি সেনা পাঠিয়ে বাংলাদেশের পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করা হয়। সেই কথার উত্তর পাওয়ার গেলো বাংলাদেশের পক্ষ থেকে।

 

মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার রেশ ধরে ভারতকে আক্রমণ শানালেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সোমবার দুপুরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দাবি করেন যে বাংলাদেশে রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা বাহিনী মোতায়েন করা উচিত। বিষয়টি নিয়ে ভারত সরকারকে তৎপর হওয়ারও আর্জি জানান। সেই মন্তব্যের কিছুক্ষণ পরেই ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে নিরাপত্তা ভঙ্গের বিষয়টি সামনে আসে। তিনি কটাক্ষ করেন সেই বিষয় নিয়ে।

মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা যুব ও ক্রীড়া মন্ত্রকের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘যদি ভারতের আইন-শৃঙ্খলা বাহিনী (বাংলাদেশের) হাই-কমিশনে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তাহলে তারা রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা বাহিনীর থেকে সহায়তা চাইতে পারে। সেক্ষেত্রে শান্তিরক্ষা মিশনে বাড়তি বাহিনী পাঠিয়ে বাংলাদেশ আরও সহযোগিতা করতে পারে।’ যদিও ওই ঘটনা ঘটার পরেই ভারত সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়। আগরতলায় ও অন্যান্য জায়গায় বাংলাদেশের হাইকমিশন অফিসে প্রচুর নিরাপত্তা বাহিনী বাড়ানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *