বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ডের মধ্যে পঞ্চম তথা শেষ টেস্ট ম্যাচ। ভারতীয় দল ইতিমধ্যেই সিরিজ জিতে নিয়েছে। তবে এই ম্যাচটা রবিচন্দ্রন অশ্বিনের জন্য স্পেশাল হয়ে উঠতে চলেছে। ধরমশালাতেই কেরিয়ারে শততম টেস্ট ম্যাচ খেলতে নামছেন ভারতীয় এই স্পিনার। ১৩ বছরের কেরিয়ারে টেস্ট ক্রিকেটে একাধিক রেকর্ড গড়েছেন অশ্বিন। তামিল স্পিনারের শততম ম্যাচের আগে ফিরে দেখা তাঁর কীর্তিগুলি।
১০০তম টেস্টে নামার আগে উইকেট সংখ্যার নিরিখে মুরলীধরনের পরেই আছেন অশ্বিন। শ্রীলঙ্কান কিংবদন্তির শততম টেস্ট ম্যাচের আগে উইকেট সংখ্যা ছিল ৫৮৪, অশ্বিনের সংখ্যা ৫০৭। ৯৯ টেস্টে ৭৪ জন ব্যাটারকে ০ রানে আউট করেছেন অশ্বিন। ভারতীয়দের মধ্যে শীর্ষে আছেন কুম্বলে, তিনি ৭৭জনকে আউট করেছেন। আর চার জনকে ০ রানে আউট করতে পারলেই এই তালিকায় ভারতীয়দের মধ্যে শীর্ষে যাবেন অশ্বিন।
অশ্বিনের সামনে অনিল কুম্বলেকে টেক্কা দিয়ে আরও একটি নজির গড়ার সুযোগ থাকছে। ১০০তম ম্যাচে ইনিংসে পাঁচ উইকেট পেলেও অশ্বিন হয়ে উঠবেন ভারতীয় বোলারদের মধ্যে টেস্টে সর্বাধিকবার ইনিংসে পাঁচ উইকেট শিকারি।প্রাক্তন ভারতীয় লেগস্পিনার কুম্বলে কেরিয়ারে মোট ৩৫ বার টেস্টে ইনিংসে পাঁচ উইকেট বা তার বেশি উইকেট নিয়েছিলেন। অশ্বিনও ৩৫ বার ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছেন।
সর্বাধিক সিরিজ সেরার পুরস্কার- অশ্বিন প্রায় ১৩ বছরের কেরিয়ারে ৪১টি সিরিজ খেলে ১১ বার প্লেয়ার অফ দ্য সিরিজ পুরস্কার জিতেছেন। এটি যে কোনও ভারতীয় খেলোয়াড়ের মধ্যে সবচেয়ে বেশি। মুরলীধরনও ১১বার প্লেয়ার অফ দ্য সিরিজের পুরস্কার পেয়েছেন। অশ্বিনের সামনে মুরলিকে এবার ছাড়িয়ে যাওয়ার সুযোগ রয়েছে।
সবচেয়ে বেশি ক্যালেন্ডার বছরে ৫০-এর বেশি উইকেট- অশ্বিন তাঁর ক্যারিয়ারে চার বার এক ক্যালেন্ডার বছরে ৫০ বা তার বেশি উইকেট সংগ্রহ করেছেন। ২০২১ সালে ৫৪ উইকেট নিয়েছেন, ২০১৭ সালে ৫৬ উইকেট নিয়েছেন, ২০১৬ সালে ৭২ উইকেট নিয়েছেন এবং ২০১৫ সালে ৬২ উইকেট নিয়েছেন।
এরআগে চতুর্থ টেস্টের প্রথম দিনেই ইংল্যান্ডের বিরুদ্ধে ১০০ উইকেট নিয়ে রেকর্ড গড়েছিলেন অশ্বিন।প্রথম এশিয়ান ক্রিকেটার হিসাবে এই নজির গড়েন অশ্বিন। এরআগেল রাজকোটে ৫০০টেস্ট উইকেট নিয়েছিলেন ভারতীয় স্পিনার। এবার ঘরের মাঠে ভারতীয়দের মধ্যে সর্বাধিক উইকেটশিকারী হলেন অশ্বিন। টপকে গেলেন অনিল কুম্বলেকে। ৱাঁচিতে এই রেকর্ড গড়েন অশ্বিন। ঘরের মাঠে অশ্বিনের উইকেট সংখ্যা ৩৫২।