বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: বাংলাদেশে চলেছে হিন্দুদের উপর সীমাহীন নির্যাতন। সারা বিশ্বব্যাপী তার প্রতিবাদ শুরু হয়েছে। এবার প্রতিবাদ জানালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা।

 

মানিক সাহার অভিযোগ ত্রিপুরা থেকে ঢাকা হয়ে কলকাতাগামী বাসে ইচ্ছাকৃতভাবে দুর্ঘটনা ঘটানো হলো। কলকাতার দিকে আসার সময় বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলায় বাসে হামলা চালানো হয়। পেছন থেকে বাসটিকে ইচ্ছাকৃত একটা কারগো ট্রাক ধাক্কা মারে। যার জেরে সামনে থাকা অটোর সঙ্গে প্রবল জোরে সংঘর্ষ হয় বাসটির। ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে কলকাতায় আসছিলেন যাত্রীরা। দুর্ঘটনার পর সেই যাত্রীদের উপর একদল ক্ষুব্ধ জনতা চড়াও হয় বলে অভিযোগ। ফলে সন্ত্রস্ত হয়ে পরে বাসে থাকা হিন্দুরা।

বাংলাদেশ সরকারকে কড়া ব্যবস্থা নিতে দাবি জানিয়েছেন তিনি। মানিক সাহা এদিন বলেন, “ভারতের অবদান বাংলাদেশের ভুলে যাওয়া উচিত নয়। বিশেষ করে ওদের মুক্তিযুদ্ধের সময় ত্রিপুরার অবদান উল্লেখযোগ্য। কিন্তু ভারতীয়দের উপর এহেন হামলা সমস্ত ঐতিহাসিক পরম্পরাকে এক লহমায় ভুলিয়ে দেয়।” বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন (Attack on Hindus) অব্যাহত। চট্টগ্রামে নতুন করে তিনটি মন্দিরে ভাঙচুর করা হয়েছে বলে জানা গিয়েছে। হিন্দু সন্ন্যাসী চিন্ময় প্রভুর গ্রেফতারির পর প্রতিবাদে সরব হন ইসকনের সন্ন্যাসীরা। তাঁদের উপরই আক্রমণ চালাচ্ছে বাংলাদেশের মৌলবাদীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *