বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চ দীর্ঘদিন ধরেই আন্দোলেন করছে। একদিকে রানি রাসমনিতে তাদের অবস্থান বিক্ষোভ ও অন্যদিকে আদালতে।

 

কিন্তু কোনোভাবেই সমস্যার সমাধান হচ্ছে না। এই অবস্থায় আবার তারা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করলো। রবিবার সংগ্ৰামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানিয়েছেন, সর্বভারতীয় মূল্যসূচক অনুযায়ী মহার্ঘ ভাতা প্রদান-সহ একগুচ্ছ দাবিতে আগামী ২২ ডিসেম্বর, ২৩ ডিসেম্বর এবং ২৪ ডিসেম্বর নবান্নের সামনে অবস্থান- বিক্ষোভ করা হবে। টানা তিনদিন সেই বিক্ষোভ কর্মসূচি চলবে। আর দাবিপূরণ না হলে প্রতি বছর তিনদিন সেই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন সংগ্ৰামী যৌথ মঞ্চের আহ্বায়ক। এই পরিস্থিতিতে তৃণমূলের রাজ্য সরকারি কর্মচারি ইউনিয়ন নীরব কেন সেই প্রশ্ন উঠেছে।

সংগ্ৰামী যৌথ মঞ্চের আহ্বায়ক জানিয়েছেন, নয়া বছরের ২৭ জানুয়ারি বেলা ১২ টায় সুবোধ মল্লিক স্কোয়ারে জমায়েত করবেন রাজ্য সরকারি কর্মচারীরা। সেখান থেকে তাঁরা শহিদ মিনারে মিছিল করে যাবেন। সেখানে মহাসমাবেশ করে যাবেন বলে জানিয়েছেন সংগ্ৰামী যৌথ মঞ্চের আহ্বায়ক। তারপরও দাবিপূরণ না হলে কলকাতাকে চারদিক থেকে অচল করে দিতে পিছপা হবেন না বলে দাবি করেন সংগ্ৰামী যৌথ মঞ্চের আহ্বায়ক। তিনি দাবি করেছেন, গতবারের থেকে আরও যন্ত্রণা বেড়েছে রাজ্য সরকারি কর্মচারীদের। মহার্ঘ ভাতার ফারাক আরও বেড়েছে। আরও বেড়েছে শূন্যপদ। এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৫৩ শতাংশ মহার্ঘভাতা পান যেখানে রাজ্য সরকারি কর্মচারীরা পান মাত্র ১৪ শতাংশ। স্বাভাবিক কারণেই ক্ষোভ বাড়ছে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *