বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: রবিবার সারা বিশ্বের ইসকন মন্দিরের সাধুরা ভগবান কৃষ্ণের কাছে প্রার্থনা করেছেন। তারা বলছেন বাংলাদেশের হিন্দুদের বাঁচানোর কেউ নেই। এই সময় দরকার ভগবান কৃষ্ণের।
কলকাতার ইসকনের সহসভাপতি রাধারমন দাস বলেন, দ্রৌপদীর বস্ত্র হরণের সময় দ্রৌপদী ভীম, অর্জুনের কাছে কাতর হয়ে সাহায্যের প্রার্থনা করেছিল। কিন্তু তারা মাথা নিচু করে ছিল। তখনই ভগবান কৃষ্ণ আন্তরিক্ষে থেকে দ্রৌপদিকে রক্ষা করেন। তাই আজ আবার অমরা ভগবান কৃষ্ণের কাছে প্রার্থনা করছি, বাংলাদেশের হিন্দুদের রক্ষা করুন।
চিন্ময় কৃষ্ণদাসের গ্রেফতারি এবং বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচারের ঘটনার প্রেক্ষিতে রবিবার কলকাতার ইসকনে শান্তিপ্রার্থনার আয়োজন করা হয়। সেই শান্তি প্রার্থনা হয় বিশ্বের সমস্ত ইসকন মন্দিরে। ইসকন কলকাতার সহ-সভাপতি এবং মুখপাত্র আরও বলেন, ‘অবশেষে তিনি হাত তুলে ভগবান কৃষ্ণের কাছে প্রার্থনা শুরু করেছিলেন। তিনি দ্রৌপদীর সম্ভ্রম রক্ষা করেছিলেন। আজ আমাদের অবস্থাও সেরকম আমরা দেখছি যে গত ১০০ দিন ধরে বাংলাদেশের হিন্দুরা দৌপ্রদীর মতো রাষ্ট্রসংঘের কাছে আকুতি করছেন, রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশনের কাছে আকুতি করছেন। কিন্তু কেউ সাহায্য করছে না। তাই ভগবানের কাছে প্রার্থনা করছি আমরা।’ বাংলাদেশ দেশ থাকে কোনোভাবে যারা এপারে চলে আসতে পেরেছেন, তারা সকলেই জানিয়েছে যে কি ভয়াবহ অবস্থা চলেছে বাংলাদেশে।