বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: চলতি বছরের আগস্ট মা্ক দেখা দেয় ফালাকাটা গ্রাম পঞ্চায়েতের কাদম্বিনী চা বাগান এলাকায়। বারবার চিতাবাঘ দেখতে পান বাগানের শ্রমিকরা। এমনকি অনেকের ছাগল চিতাবাঘের আক্রমণে জখমও হয়।
তারপর স্থানীয়দের দাবি মেনে গত সেপ্টেম্বর মাসে জলদাপাড়া বন দপ্তরের তরফে এলাকায় একটি খাঁচা পাতা হয়। চিতাবাঘটি কোনওভাবেই খাঁচায় ধরা না দিলেও বন দপ্তর সেটি তুলে নেয়নি। অবশেষে সোমবার খাঁচায় ধরা পড়ল সেই চিতাবাঘ ।
ওই খাঁচায় যে চিতাবাঘ ঢুকেছে তা এদিন সকালে দেখতে পান শ্রমিকদের একাংশ। খবর পেয়েই ঘটনাস্থলে আসেন কুঞ্জনগরের বিট অফিসার সনৎ শূর, জলদাপাড়া সাউথের রেঞ্জার রাজীব চক্রবর্তী সহ অন্যান্য বনকর্মীরা। চিতাবাঘ দেখতে ভিড় করেন বাগানের শ্রমিকরাও। এরপর বন দপ্তরের তরফে প্রাপ্তবয়স্ক ওই চিতাবাঘকে উদ্ধার করে চিকিৎসার জন্য মাদারিহাটে নিয়ে যাওয়া হয়। এদিন রেঞ্জার রাজীব চক্রবর্তী বলেন, ‘বাগানের শ্রমিকদের আতঙ্ক দূর হল। এরপরও যদি চিতার অস্তিত্ব পাওয়া যায় তাহলে ফের সেখানে খাঁচা পাতা হবে।