বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: মাথার উপর আমেরিকার হাত থাকায় ইসরাইল মানছে না কোনো যুদ্ধ নীতি, মানছে না যুদ্ধ বিরোধী কোনো চুক্তি। সম্প্রতি লেবাননের সঙ্গে তাদের এক যুদ্ধ বিরোধী চুক্তি হয়। কিন্তু সেই চুক্তিকে না মেনে বার বার আক্রমন করছে লেবাননকে। এমনকি গত ২৪ ঘণ্টাতেও হামলা চালিয়েছে ইসরাইল, যার ফলে সেখানে দুজন নিহত হয়েছেন।
এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানাচ্ছে, শনিবার গভীর রাতে এবং রবিবার ভোরে ইসরাইলি বাহিনী দক্ষিণ লেবাননের আল-খিয়াম শহরে আর্টিলারি হামলা চালায়।
এছাড়াও যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে প্রথমবারের মতো ইসরাইলি ড্রোনগুলো লেবাননের রাজধানী বৈরুত এবং এর দক্ষিণ অঞ্চলের উপর দিয়ে স্বল্প উচ্চতায় উড়ে গেছে। ড্রোনগুলো বৈরুতের উত্তর-পূর্বে বালবেক শহরের উপরেও স্বল্প উচ্চতায় উড়তে দেখা গেছে। শনিবারেই ইসরাইলি বাহিনী ২৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। যার ফলে গত ২৭ নভেম্বর থেকে মোট চুক্তি লঙ্ঘনের সংখ্যা দাঁড়িয়েছে ৬২-তে।