বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: এমনিতেই সবজির বাজার অগ্নিমূল্য। ভোজ্য শস্যর দাম বেড়েছে অনেকটা। নাজেহাল মানুষ। আর তার মধ্যে ১ডিসেম্বর থেকে বেড়ে গেলো গ্যাসের দাম। নভেম্বর টপকে ডিসেম্বর পড়তেই রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বাড়ল। রাষ্ট্রায়ত্ত সংস্থা ইন্ডিয়ান অয়েলের তরফে জানানো হয়েছে, কোনও শহরে দাম বেড়েছে ১৬.৫ টাকা।
কোনও শহরে আবার ডিসেম্বরে রান্নার গ্যাস সিলিন্ডার কিনতে বাড়তি ১৫.৫ টাকা খরচ হবে। আবার কোনও খরচে পকেট থেকে ১৬ টাকা বেশি খসবে। নভেম্বরে কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১,৯১১.৫ টাকা পড়ছিল। পয়লা ডিসেম্বর থেকে সেই দাম বেড়ে দাঁড়াল ১,৯২৭ টাকা। অর্থাৎ কলকাতায় ১৫.৫ টাকায় দাম বাড়ল। সেই মার্চ থেকেই অপরিবর্তিত আছে ১৪.২ কেজি ভর্তুকিহীন গ্যাস সিলিন্ডারের দাম। তবে প্রতি মাসের পয়লা দিন ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্তন হয়ে এসেছে। জুলাইয়ে শেষবার ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমেছিল। তারপর অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বরে দাম বৃদ্ধি পেয়েছিল।