বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: গতকাল দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টি হয়েছে। আজও কোনো কোনো জেলায় বৃষ্টির সম্ভাবনা আছে। সকালের দিকে বেশ কুয়াশা। বেলা বাড়লে তাপমাত্রা কিছুটা বেড়ে চলেছে।
এই অবস্থায় আলিপুর আবহাওয়া অফিস তাদের আজকের ফোরকাস্টে জানাচ্ছে
১ ডিসেম্বর বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। কোথাও অবশ্য ভারী বৃষ্টি হবে না। হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে কলকাতাতেও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। যদিও তার সামান্যই সম্ভাবনা। এদিকে হালকা বৃষ্টির ক্ষীণ সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদেও। আজ শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আবহাওয়া অফিসের খবর আগামী বেশ কয়েকদিন তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। বঙ্গোপসাগরে তৈরী হওয়া ঘূর্ণিঝড়ের প্রভাবেই প্রচুর জলীয় বাষ্প দক্ষিণবঙ্গে ঢোকায় আবহাওয়ার এই পরিবর্তন। শীত এসেও আসছে না। আরও কয়েকদিন এই অবস্থা চলার পরে ধীরে ধীরে উত্তুরে বাতাস ঢোকা শুরু করবে। তখন জাঁকিয়ে শীত পড়বে বলেই জানিয়েছে হাওয়া অফিস।
তবে উত্তরবঙ্গের পাহাড়ে কিন্তু তাপমাত্রা অনেকটাই নেমে গেছে। দার্জিলিং, কালিংপং- বেশ শীতের আমেজ অনুভূত হচ্ছে। তবে দুই দিনাজপুর, মালদায় সেভাবে শীতের অনুভূতি এখনও আসে নি।