বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ধর্মপ্রাণ মানুষের অভাব নেই পৃথিবীতে। ধর্মপ্রাণ মানুষেরা মন্দিরে, মসজিদে নিজেদের খুশি মতো দান করেন। এবার সেই দানে নজির গড়লো বাংলাদেশের এক মসজিদ।
তিন মাস ১৩ দিন পর আবারও কিশোরগঞ্জের পাগলা মসজিদের ১১টি দানসিন্দুক খোলা হয়েছে। সেখানে পাওয়া গেছে ২৯ বস্তা টাকা, বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রা। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে সিন্দুক খোলা হয়। পরে টাকাগুলো একসঙ্গে জড়ো করে গণনার কাজ শুরু করা হয়েছে। অনুমান টাকার পরিমান হবে প্রচুর।
জানা যাচ্ছে, ওই মসজিদে প্রতিবারই প্রচুর দান আসে। এতো আগে গত ১৭ আগস্ট খোলা হয়েছিল দানসিন্দুকগুলো। তখন ২৮ বস্তার মধ্যে ৭ কোটি ২২ লাখ ১৩ হাজার ৪৬ টাকা পাওয়া যায়। এ ছাড়া ছিল বৈদেশিক মুদ্রা, সোনার গয়না ও হীরা। তবে এবার আরও বেশি টাকা পাওয়া যাবে বলে কর্তৃপক্ষ ধারণা করছে। কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৌজিয়া খান ও পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীর নেতৃত্বে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক মিজাবে রহমতের উপস্থিতিতে ১১টি দানসিন্দুক খুলে ২৯ বস্তা টাকা পেয়েছে। শেষ খবর এখনও সামনে আসে নি।