বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আর জি কর কাণ্ডের পরে বাংলার চিকিৎসা মহল দিয়ে বহু জল প্রবাহিত হয়েছে। সেই সময় প্রতিবাদী চিকিৎসকদের হয়ে মুখ খুলেছিলেন তৃণমূলের চিকিৎসক ডাঃ শান্তনু সেন।
ডাঃ শান্তনু সেনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তৃণমূলের বহু নেতা। এমন কি সেই ঘটনায় ডাঃ শান্তনু সেনকে ব্যঙ্গ করতে শোনা যায় স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেই পর্ব অবশ্য এখন অতীত।
এবার তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর কেন্দ্রে এক হাজার চিকিৎককে নিয়ে শুরু করেন এক কর্মসূচি যার নাম দেওয়া হয়েছে -‘সেবাশ্রয়’। সেখানে শনিবার উপস্থিত হন চিকিৎসক ডাঃ শান্তনু সেন। আমতলা সমন্বয় স্টেডিয়ামে আয়োজন করা হয় এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে প্রায় এক হাজার চিকিৎসক উপস্থিত ছিলেন।
এখন থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন নিজের ৭টি বিধানসভা কেন্দ্রে চলবে চিকিৎসা শিবির। ১০ দিন ধরে চলবে এই শিবির। প্রতিটি বিধানসভা অঞ্চলে এমন ৪০টি করে শিবিরের আয়োজন করা হবে। সেখানে থাকবে সমস্ত রকম চিকিৎসার ব্যবস্থা। তিন দিন সুপার স্পেশালিস্ট বিভাগের চিকিৎসকেরা থাকবেন। শুরু হবে ‘চলমান হসপিটাল’ পরিষেবা। বিভিন্ন রকম রক্ত পরীক্ষা ও পোর্টেবেল ইসিজির ব্যবস্থা তো থাকবেই, সঙ্গে থাকবে তাৎক্ষনিক ডায়গোনিস্টিক সেন্টার। ৭৫ দিন ধরে চলবে এই কর্মসূচি।