বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: নির্বাচনের ফল সামনে আসার পর থেকেই মহারাষ্ট্র খবরের শিরোনামে। কারণ বহু মূল্যবান মুখ্যমন্ত্রীএ কুর্সি! কে ওই আসনে বসবেন? তা নিয়ে চলেছে বিতর্ক। এবার হয়তো সেই বিতর্কের অবসান ঘটতে চলেছে।

 

NCP সুপ্রিমো জানালেন, মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছে BJP নেতাই। একইসঙ্গে একনাথ শিন্ডের শিবসেনা এবং তাঁর নিজের দল উপমুখ্যমন্ত্রীর পদ পেতে চলেছে বলেও উল্লেখ করেছেন অজিত পাওয়ার। তাঁর কথায়, ‘দিল্লিতে মহায়ুতি জোটের নেতাদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সরকারের মুখ্যমন্ত্রী পদ যাবে BJP-র দখলে। তবে পিছিয়ে নেই বাকি দুই দলও। তাদের জন্য রাখা হয়েছে উপমুখ্যমন্ত্রীর আসন। অজিত পাওয়ার বলেন, ‘এটা প্রথমবার নয়। আগেও বহুবার এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিলম্ব হয়েছে। ১৯৯৯ সালে সরকার গঠন করতে এক মাস সময় লেগেছিল।’ তবে সমস্যা মিটে গেছে।

জোট সরকারের এটা একটা বড়ো সমস্যা। সেই সমস্যা মাঝে মাঝেই দেখা যায় বিভিন্ন রাজ্যে। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে BJP-NCP- শিবসেনা জোট বিপুল জনসমর্থন পেয়ে জয়ী হয়েছে। ২৮৮টির মধ্যে ২৩৩টি আসনে জয় পেয়েছে মহায়ুতি জোট। ১৩২টি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে উঠে এসেছে BJP। শিবসেনা এবং NCP-র ঝুলিতে গিয়েছে যথাক্রমে ৫৭ এবং ৪১টি আসন। ফলে সংকট তৈরী হয়েছিল মুখ্যমন্ত্রীর আসন নিয়ে। শনিবার মহারাষ্ট্রের BJP নেতা চন্দ্রশেখর বাওয়ানকুলে ঘোষণা করেন, আগামী ৫ ডিসেম্বর নয়া সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান। তবে মুখ্যমন্ত্রী হিসেবে কে শপথ নেবেন, তা এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *