বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: কথায় আছে ইচ্ছে থাকলে উপায় হয়,আর সেই ইচ্ছে শক্তি দিয়ে কত কিছুই না করা যায়, এবার সেই ইচ্ছে শক্তি এনে দিল জীবনের বড় সাফল্য। হাত নয়, মুখ দিয়ে তুলি ধরে ফুটিয়ে তুলেছেন বিবেকানন্দের মূর্তি। সময় ১ মিনিট ৫৮ সেকেন্ড। স্বল্প সময়ের ছবি এঁকে নাম তুলেছেন ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে এক যুবক।

 

সুন্দরবনের প্রত্যন্ত এলাকা পাথর প্রতিমা ব্লকের রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতের উচ্চ মাধ্যমিক পাস সমর মণ্ডল। ইতিমধ্যে এলাকার সম্মান রক্ষা করেছে খুশি এলাকার মানুষ।

উল্লেখ্য এই সমর প্রান্তিক কৃষিজীবী পরিবারের পরিবারের সন্তান, বাবার দিনমজুরির উপর নির্ভর করে উচ্চ মাধ্যমিক পাশ করে, তবে সমরের ছোটবেলা থেকে ছিল ছবি আঁকা ও গান বাজনার প্রতি আকর্ষণ। বাবার লোকের বাড়িতে দিনমজুরি করা পয়সা থেকে ছবি আঁকার শিক্ষকদের পয়সা জুগিয়েছে। কোনো কোনো সময় পয়সা দিতে না পারলে ও শিক্ষকেরা সমরকে সাহায্য করেছেন বলে সমর জানান।

লেখাপড়ার সঙ্গে সঙ্গে ছবি আঁকা, তবলা বাজানোর মধ্যে দিয়ে জীবন চলে তার। সে জানিয়েছে তার বৌদির উৎসাহই তাকে এই জায়গায় নিয়ে এসেছে। বৌদি স্কুলে চাকরি করেন আর তার যাবতীয় খরচ চালান তার বৌদি। সব সময় উৎসাহ যুগিয়েছেন তাকে। তাই সে এখন কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে এই জায়গায় এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *