বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: পার্কিং নিয়ে এবারে শিলিগুড়িতে করা সিদ্ধান্ত নিতে চলেছে শিলিগুড়ি পৌরসভা। পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে ফুটপাতের দোকানের পর এবারে বেআইনি পার্কিং নিয়ে ভাবছে শিলিগুড়ি পুরনিগম।

 

শিলিগুড়ি পুরো নিগমের বিভিন্ন এলাকা জুড়ে চালু রেখেছে যত্রতত্ত্ব পার্কিং। কেউ সকালে এসে নিজের গাড়ি রেখে রাত্রে নিয়ে যাচ্ছেন। অনেকেই বারবার জানিয়েছেন ফুটপাতে দোকান উঠিয়ে লাভ কি? সেই জায়গা তো দুই চাকা আর চার চাকার গাড়ি জায়গা করে নিচ্ছে। আর বীড়ম্বনা বাড়ছে সাধারণ মানুষের। এইসব কথা কানে গিয়েছে পুরো নিগমের। তাই এবার থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে অবৈধ পার্কিং থাকলে গাড়ির মালিকের প্রতি করা ব্যবস্থা নেওয়া হবে। শিলিগুড়ির বিভিন্ন এলাকা জুড়ে পার্কিংয়ের দাপটে হাঁসফাঁস এবং নাজেহাল সাধারণ মানুষ, বিশেষ করে যারা হেঁটে চলাফেরা করেন এবং বয়স করা, নানাভাবে সমস্যায় পড়ছেন তারা। বিশেষ করে দিনের শুরুতে এবং সন্ধ্যাবেলা রাস্তা দিয়ে চলায় দায় হয়ে পড়েছে মানুষের, তাই পুরো নিগম সিদ্ধান্ত নিতে চলেছে কিছু জায়গা ছাড়া আর কোথাও পার্কিং করতে দেওয়া হবে না, যে বা যারা গাড়ি রেখে চলে যাবে তাদের করা জরিমানা করা হবে। বহিরাগত যে দাপটে শিলিগুড়ি স্থানীয় মানুষ একেবারে কোণঠাসা, বেশিরভাগ লোকেরই দুই চাকা এবং চার চাকার গাড়ি আছে এক একটা বাড়িতে দুটি তিনটে করে গাড়ি আছে এক একটি পরিবারের তাই সমস্যা বেড়েই চলেছে। তাই হয়তো পুরসভায় সিদ্ধান্ত নেবে যত্রতত্র পার্কিং বন্ধ করে দেওয়ার কিন্তু সমস্যা হচ্ছে গাড়ি রাখা হবে কোথায়? সেটা নিয়েও পুরসভা সিদ্ধান্ত নেবে ২/১দিনের মধ্যেই। তবে পুরসভার ভূমিকায় এবার স্পষ্ট অবৈধ পার্কিং কিছুতেই চলবে না শিলিগুড়িতে। বিশেষ করে সেগুলো গুড়ি শহরের মধ্যবর্তী অঞ্চলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *