বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: শীত আসলেই চায়ের দরকার পরে শিলিগুড়িতে, চায়ের শহর শিলিগুড়িতে সারা বছরই ভিড় থাকে। এর উপর শীত আসলে তো কথাই নেই, শিলিগুড়িতে তিনটে হলেই প্রায় সন্ধ্যা আর শীতের সন্ধ্যা মানে চা।

 

ছোট বড় সব দোকানেই চায়ের বাজার রমরমা এখন শিলিগুড়িতে। তবে এবার অনেক দোকানকেই টেক্কা দিয়ে ফেলছে, শিলিগুড়ির এনজিপি দেখতে চায়ের দোকান। জগাদা টি স্টল নামের এই দোকানটি এখন বিখ্যাত হয়ে গেছে শুধুমাত্র চায়ের জন্য। ট্রেন থেকে নেমেই লোকে চা খোঁজেন আবার ট্রেন ধরার আগে লোকে চা খোঁজেন। এই দোকানে আসলে খুব কম সময়ের মধ্যে আপনি পেয়ে যাবেন চা। দশ টাকার চা আপনাকে একটা অন্য অনুভূতি দেবে, তাইতো সকাল থেকে সন্ধ্যা লোক আসছেন এবং চা খেয়ে যাচ্ছেন। শিলিগুড়ির বেশ কয়েকটি দোকান আছে, যেখানে সকাল থেকে সন্ধ্যা চা এর জন্য মানুষ লাইন দেন। এ দোকান তার মধ্যে অন্যতম, এখন সাড়ে তিনটে বাজলেই অন্ধকার হয়ে আসে আর চায়ের দোকানে উত্থাল শুরু হয়ে যায়। নভেম্বরে শেষে এবার যেন শিলিগুড়িতে ঠান্ডা তাড়াতাড়ি পড়ল, তাই চায়ের দোকানে ভিড় বাড়ে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত। এমনিতেই পর্যটকেরা উত্তর বঙ্গে আসেন চায়ের খোঁজে চায়ের জন্য, এবং চা খেতে আর ভালো চা খেতে এবং পেলে তো কথাই নেই। লাইন দিয়ে দাঁড়িয়ে চা খান তারা। জগাদা নিজেই জানিয়েছেন এইসব মানুষের ভালবাসার জন্যই আমি এত খাঁটি, শুধু ভালো চা বিক্রি করা আমার উদ্দেশ্য নয়। মানুষের আশীর্বাদ পেয়ে যে আমি দৌড়াতে পারছি এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার, জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *