বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে সাসপেন্ড করা হয়েছে ১৪ পুলিশকর্মীকে। পাশাপাশি ১০ সিভিক ভলান্টিয়ারকে কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ।

 

ওই পুলিশকর্মীদের বিরুদ্ধে কাজে দেরিতে আসার অভিযোগ রয়েছে। জানা গিয়েছে, তার জেরে চলতি মাসের ১ তারিখ থেকে এখনও পর্যন্ত কমিশনারেটের ১৪ পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে। যা নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছে। এখানেই শেষ নয়, একই কারণে ১০ জন সিভিক ভলান্টিয়ারকেও একমাস কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে। এই সাসপেন্ড হওয়ার ঘটনা চাউর হতেই এমন কাজ করা যায় কিনা তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

জানা গিয়েছে, ডিসিপি সদরের অফিস থেকে এই সাসপেনশনের নোটিশ এসে গিয়েছে। এই বিষয়ে পুলিশ সূত্রে জানানো হয়েছে, ভালো কাজের জন্য যেমন পুরস্কৃত করা হয়, তেমনি কাজে গাফিলতির প্রমাণ মিললে এমন ঘটনারও সম্মুখীন হতে হবে। এদিকে সাসপেন্ড হওয়া ওই পুলিশকর্মীরা উচ্চপর্যায়ে নালিশ করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গিয়েছে। সাসপেন্ড হওয়া পুলিশকর্মীদের অভিযোগ, রিপোর্টে কারসাজি করা হয়েছে। না হলে এমন ঘটনা ঘটতে পারে না। ঘটনায় কমিশনারেটে তোলপাড় শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *