মদনমোহন সামন্ত, কলকাতা, ০৪ মার্চ ২০২৪ :— মায়া হরিণ বা কাকর হরিণ, অজগর এবং গোসাপ-এর বিনিময়ে উত্তরবঙ্গ বন্য প্রাণী উদ্যান (নর্থ বেঙ্গল ওয়াইল্ড অ্যানিম্যাল পার্ক) থেকে আলিপুর চিড়িয়াখানা
আলিপুর চিড়িয়াখানাতে নতুন অতিথির দেখা মিলবে আগামীকাল থেকে
এক জোড়া পুরুষ এবং স্ত্রী বাঘ পেয়েছে। চিড়িয়াখানা পরিবারে স্বাগত সংযোজন
বাঘগুলি বয়সে নবীন, প্রায় 3 বছর বয়সের।
এছাড়াও জলপাইগুড়ির ময়নাগুড়িতে কব্জা করা মালয় টাপিরও পেয়েছে আলিপুর চিড়িয়াখানা, যা জলপাইগুড়ির সিজেএম-এর 22.02.2024 তারিখের আদেশবলে উন্নত ব্যবস্থাপনা এবং যত্নের জন্য আলিপুর চিড়িয়াখানা হেফাজতে পেয়েছে।
শুধু যে 1877 সাল থেকে আলিপুর চিড়িয়াখানায় শুঁড়বিশিষ্ট শূকর জাতীয় সাদা কালো রঙের টাপির থাকার ইতিহাস রয়েছে তাই নয়, টাপিরদের সফল প্রজননেরও ইতিহাস রয়েছে এদের। 1877 সাল থেকে 1980 সাল পর্যন্ত, আলিপুর চিড়িয়াখানায় টাপির এক গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় প্রদর্শন ছিল।
বিশেষভাবে তৈরি তিনটি আধুনিক পশু অ্যাম্বুল্যান্সে পশুচিকিৎসক, জীববিজ্ঞানী, প্রকৌশলী, পশু তত্ত্বাবধায়ক এবং পশু পরিচর্যাকারী সহ বিশেষজ্ঞদের একটি দল এদেরকে সযত্নে কলকাতায় নিয়ে আসেন।
প্রাণীগুলিকে সুস্থ ও নিরাপদে কলকাতায় নিয়ে আসার এই উদ্যোগে পুরো পথে নিরাপত্তা সহ সব রকম প্রয়োজনে প্রশাসন, পুলিশ ও বন প্রশাসন তাদের সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বলে চিড়িয়াখানা কর্তৃপক্ষ কৃতজ্ঞতা জানিয়েছেন।
আগামীকাল থেকে এদেরকে উৎসাহী দর্শনার্থীদের জন্য প্রদর্শনের ব্যবস্থা করা হবে বলে চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছেন।