বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আজ দিল্লিতে সারা ভারতের মেয়র এবং চেয়ারপারসনদের মধ্য উত্তরবঙ্গের শিলিগুড়ি থেকে প্রতিনিধিত্ব করছেন মেয়ের গৌতম দেব।

 

সারা ভারতের বিভিন্ন স্তরের উন্নতি, এবং দেশের আগামী দিনের ভবিষ্যৎ নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে রাজধানী দিল্লিতে। সেখানে শিলিগুড়ির মেয়র গৌতম দেব প্রতিনিধিত্ব করছেন তৃণমূল কংগ্রেসের হয়ে। আজকে তিনি সংক্ষিপ্ত বক্তব্য রাখলেন। মেয়র জানালেন মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় তার উপর যে দায়িত্ব দিয়েছেন তিনি তা পালন করতে এসেছেন। এছাড়া ভারতের উন্নতি এবং আগামী দিনের ভবিষ্যৎ ভালো হোক আমি চাই , জানালেন মেয়র গৌতম দেব। আমি নিজে অভিনন্দন জানাচ্ছি সমস্ত শিলিগুড়ির মানুষকে যারা আমাকে এই জায়গায় নিয়ে আসলেন। আমি প্রচন্ডভাবে সম্মানিত বোধ করছি। আশা করছি ভবিষ্যতে বাংলা এবং ভারতের মানকে যেকোনো সুযোগ পেলে আমি উপরে তুলে নিয়ে যেতে পারবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *