বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ভগবানগোলার তৃণমূল বিধায়ক বেশ কিছুদিন ধরেই দলের ভিতরে নানা বিতর্ক তৈরী করে চলেছেন। সোমবার তৃণমূলের কর্ম সমিতির মিটিং নিয়ে তিনি এবার বোমা ফাটালেন।

 

হুমায়ুন বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি কোনও যোগ্যতা নেই? কেন কেউ অভিষেককে কোণঠাসা করবে? কোণঠাসা করার চেষ্টা করবে, আর সেটা কি আমরা মেনে নেব?” তিনি আরও বলেন, “বর্তমানে মুখ্যমন্ত্রীর চারপাশে যাঁরা ক্ষমতা কুক্ষিগত করে রাখতে চাইছেন, তাঁদের ভবিষ্যৎ আগামী দিনে অন্ধকার হবে।” বেশ বোঝা যায় তার আক্রমনের কেন্দ্রে আছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ফিরাদ হাকিমের মতো প্রবীণ নেতারা।

হুমায়ুনের মূল লক্ষ, সোমবারের তৃণমূলের সভা আলো করা প্রবীণ ব্রিগেড। গতকালের বৈঠক ঘিরে তৃণমূল অন্দরে একটা রদবদলের সম্ভাবনা তৈরি হয়েছিল। সূত্র মারফত জানা যাচ্ছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি নামের তালিকাও দিয়েছিলেন। এর আগে তৃণমূলে দেখা গিয়েছে, অভিষেকের সিদ্ধান্তকে মেনে নিয়েছে দল। কিন্তু সোমবারের বৈঠকে অন্য ছবিই কার্যত ধরা গিয়েছে। বেশ বোঝা যাচ্ছে ২০২৬-এর নির্বাচনের রাশ থাকবে মমতার হাতে। তিনি বলেন, তিনি ৪৫ বছর ধরে রাজনীতি করছেন। কিন্তু কখনো নিজের স্বার্থে রাজনীতি করেন নি। আর এখন যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ঘুরে বেড়াচ্ছে, তাদের অনেকেই নিজেদের স্বার্থ গুছিয়ে নিচ্ছে।তিনি বলেন,” মুর্শিদাবাদ জেলার দায়িত্বে যাঁরা রয়েছেন, তাঁরা স্বার্থসিদ্ধির জন্য এই ধরনের কাজ করছেন।” প্রসঙ্গত এখন মুর্শিদাবাদ জেলার দায়িত্বে আছেন ফিরহাদ হাকিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *