বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: বাংলার ৬ বিধানসভা উপনির্বাচনে ব্যাপক সাফল্যর পরে সোমবার কালীঘাটে হয়ে গেলো তৃণমূল কর্মসমিতির বৈঠক। তৃণমূল কর্মসমিতির সদস্য না হয়েও ওই সভায় আমন্ত্রিত ছিলেন এক সময়ের বীরভূমের ‘বাঘ’ বলে পরিচিত অনুব্রত মন্ডল।

 

সকলর দৃষ্টি ছিল ওই দিকে। প্রায় আড়াই বছর পড়ে মমতার মুখোমুখি হলেন অনুব্রত। এই দুই নেতার মধ্যে কি কথা হয়, তার দিকে ছিল সকলের নজর। কিন্তু শেষ পর্যন্ত ততটা কথা হয় নি বলেই জানা যাচ্ছে। সোমবার তাঁকেই কালীঘাটের গুরুত্বপূর্ণ বৈঠকে ডেকে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর মতামত জানতে চাইলেন। সূত্রের খবর, সোমবার বৈঠক চলাকালীন প্রথমে অনুব্রতর কাছে কুশল সংবাদ নেন মমতা। তার পর জানতে চান, ”কিছু বলবি, কেষ্ট?” কালীঘাটে প্রায় ঘণ্টা দুয়েকের বৈঠকে মমতা-অনুব্রতর মধ্যে কোনও রাজনৈতিক কথাবার্তা নয়, একেবারে সাধারণ কথোপকথন হয়। তিনি জানতে চাইলেন, ”কেমন আছিস কেষ্ট? শরীর ঠিক আছে?” জবাবে অনুব্রত মণ্ডল জানালেন, ”হ্যাঁ আমি শরীর ঠিক আছে।”

পুজোর আগে দিল্লির তিহাড় জেল থেকে অনুব্রত বীরভূমে ফেরার পর পরই সেখানে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উভয়ের সাক্ষাতের সম্ভাবনা থাকলেও তা হয়নি। এর পর অবশ্য জেলা রাজনীতিতে বেশ কিছু ওঠাপড়া হয়েছে। জেলা সভাধিপতি কাজল শেখ অনুগামীদের সঙ্গে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষে জড়াতে দেখা যাচ্ছিল অপর গোষ্ঠীকে। জেলা সংগঠন চালানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করে দেওয়া কোর কমিটির সদস্যদের মধ্যে সমন্বয় নিয়েও কিছুটা সমস্যা দেখা গিয়েছিল। তবে পরবর্তীতে দলনেত্রীর নির্দেশ মেনে বৈঠক করে কোর কমিটি। তাতে অনুব্রত মণ্ডলকে সদস্য করে নেওয়া হয়। কালীঘাটের সভাতে মমতা অনুব্রতর কাছে জানতে চান যে অনুব্রতর কিছু বলার আছে কিনা! অনুব্রত জানায় যে, না তার কিছু বলার নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *