বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:কলকাতায় এক আলোচনায় তথ্য প্রযুক্তি মন্ত্রী বাবুল সুপ্রিয় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে কলকাতায় বছরে ৭০ শতাংশ বৃদ্ধি পেয়েছে আই টি সেক্টর। ফলে কর্ম সংস্থান বিপুলভাবে বৃদ্ধি পাচ্ছে। ফ্রন্ট অফিস ও ব্যাক অফিস সিস্টেম চালু হওয়ায় ব্যাক অফিসে প্রচুর কর্ম সংস্থান হচ্ছে। আর তা দেখেই আসতে শুরু করেবে বিরাট বিদেশি লগ্নি।
তিনি বলেন, তথ্য প্রযুক্তি শিল্পকে দেশের প্রথম সারিতে তুলে আনার জন্য আপ্রাণ চেষ্টা করে চলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী। এই শিল্পের হাত ধরেই আসছে অন্যান্য অনেক কর্ম সংস্থান। তিনি বলেন এই শিল্পের অগ্রগতির জন্য রাজ্যের তিনটি নতুন নীতি বিশেষ সহায়তা করছে। তিনটি নীতি হলো – ড্রোন নীতি, সেমি-কনডাক্টর নীতি ও গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার। এর ফলেই এই প্রযুক্তিতে বিদেশি লগ্নি অনেকটা বাড়ার রাস্তায় তৈরী হয়েছে। তিনি জানান, ওয়েবল নিউটাউনে প্রায় ২০০ একর জমিতে সিলিকন ভ্যালি তৈরী করছে। ইমফোসিস, রিলায়েন্স থেকে শুরু করে অনেকেই সেখানে জমি নিয়ে বাণিজ্য শুরু করতে চলেছে।
তিনি আরও বলেন, ব্রিটিশ টেলিকমের মতো বিশ্বের তৃতীয় বড়ো সংস্থার সঙ্গে আলোচনা চলেছে। কিছুদিন আগেই সেই ব্যাপারে কথা বলতে ১৭ জন ব্রিটিশ প্রতিনিধি কলকাতায় এসেছিলেন। আল্প দিনের মধ্যেই তথ্য প্রযুক্তিতে কলকাতা হয়ে উঠবে ভারতের প্রথম শহর।