বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: রাজনীতির ময়দানে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে স্বাগত জানাচ্ছেন দিলীপ ঘোষ। রাজনীতিতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো মানুষদের প্রয়োজন। বিচারপতি গঙ্গোপাধ্যায় লড়াকু, সৎ ব্যক্তি। এমনই বক্তব্য সাংসদ দিলীপ ঘোষের।

অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো মানুষজন এলে রাজনীতির শ্রীবৃদ্ধি হবে৷ রাজনীতিও স্বচ্ছ হবে। আর রাজনীতি সম্পর্কে মানুষের মনে আস্থা বাড়ানোর প্রয়োজন। সেই কারণেই এমন মানুষদের রাজনীতিতে আসা উচিত। মনে করেন খড়গপুরের সাংসদ।

তৃণমূল বিধায়ক তাপস রায় আর দল করতে চাইছেন না। তিনি তৃণমূল ছাড়বেন। এমন কথা শোনা যাচ্ছে। তাহলে কি ভোটের আগে ফের দলবদল দেখা যাবে? সেই প্রশ্ন আবারও মাথাচাড়া দিচ্ছে। এই প্রসঙ্গে বিজেপি সাংসদ বলেন, ভোট আসছে। এখন কেউ যাবে কেউ আসবে। কখন কী হয় সময় বলবে, দেখা যাবে।

সন্দেশখালি প্রসঙ্গ নিয়েও মুখ খুলেছেন দিলীপ ঘোষ। সন্দেশখালির ঘটনা নিয়ে গত দুই মাস ধরে গোটা দেশ চিন্তিত। আন্দোলনও চলেছে সেখানে। ভোট যাতে সুষ্ঠুভাবে হয়, সেজন্য কেন্দ্রীয় বাহিনীও চলে এসেছে রাজ্যে। এই রাজ্যের সরকার ভোট থেকে নোট লুটের রাজনীতি করে৷ সেজন্য কেন্দ্রীয় সরকারেরও বিষয়টির দিকে নজর দেওয়া উচিত৷

বাবুল সুপ্রিয় কোথায়? মানুষ তো তাঁকে খুজছে৷ একসময় তিনি সুবিধা নেন। তারপর আর তাঁকে পাওয়া যায় না। বাবুল সুপ্রিয়র কথায় কী যায় আসে! কটাক্ষ করলেন দিলীপ। সুকান্ত মজুমদারের কনভয়ে দুর্ঘটনা হল৷ কেন এমন হচ্ছে? বিরোধী দলগুলির নেতাদের সঙ্গেই এমন ঘটনা দেখা যাচ্ছে। এই বিষয়ে সঠিক তদন্তের দাবি জানানো হচ্ছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার জন্য অনেক কিছু করছেন। অতীতে কেউ বাংলার জন্য এত কিছু করেননি। দাবি দিলীপ ঘোষের। দিল্লিতে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি তৈরি করা হয়েছে। কলকাতা বন্দরের নাম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে করা হয়েছে। এতদিন তো রাজ্যে কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায়ের নামই চলত।

রাজ্যের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী বহু প্রকল্প করেছেন। সাড়ে বাইশ হাজার কোটি টাকা সদ্য এসেছে। কেন্দ্র থেকে যত টাকা আসে, এখানকার সরকার মেরে দেয়। কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। কংগ্রেসকেও আক্রমণ করেছেন বিজেপি সাংসদ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *