বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: মতুয়া ভোট পেতে এবারও কি শান্তনু ঠাকুরের ভরসা রাখল বিজেপি? বনগাঁ লোকসভা কেন্দ্র থেকে তিনি আবার পদ্মফুলের প্রার্থী হয়েছেন। রবিবার সকাল থেকে প্রচার শুরু হয়েছে। শনিবার মিষ্টি বিলি হয়েছিল গোটা এলাকায়। কিন্তু কেন তাকে ফের প্রার্থী করা হল? এর পিছনে কি কোনও বিশেষ কারণ রয়েছে?

মতুয়া ভোটব্যাঙ্ক বিজেপির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রতি মতুয়ারা আগে ঝুঁকেছিল। সেই কারণে রাণাঘাট, বনগাঁ সহ বিস্তীর্ণ এলাকায় জোড়া ফুল ক্ষমতায় ছিল। কিন্তু গত লোকসভা ও বিধানসভা নির্বাচনে পরিস্থিতি বদলে যায়। গেরুয়া রং ছড়িয়ে পড়ে গোটা এলাকাতে।

গত লোকসভা নির্বাচনে শান্তনু ঠাকুরকে বিজেপি প্রার্থী করে। বিপুল ভোটের ব্যবধানে তিনি জিতেছিলেন। নরেন্দ্র মোদী তাকে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রীও করেছেন। শান্তনু ঠাকুরের উপর যে আস্থা রয়েছে তাদের, প্রমাণিত হল। বিজেপি প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে। সেখানে নাম রয়েছে শান্তনু ঠাকুরের।

রাজনৈতিক মহল মনে করছে মতুয়া ভোটব্যাঙ্ক নিজেদের দিকে রাখার জন্য মরিয়া বিজেপি। একদিকে এনআরসি ইস্যু নিয়ে যথেষ্ট টালবাহানা চলছে। নাগরিকত্ব পাওয়ার বিষয় নিয়ে মতুয়ারা এখনও দোদুল্যমান জায়গায় রয়েছেন। সেখানে শান্তনু ঠাকুর যথেষ্ট ভরসার জায়গা। মতুয়া ভোটব্যাঙ্ক বিজেপির দিকে থাকবে। শুধু তাই নয়, রাণাঘাট লোকসভা আসনটি গতবার বিজেপি ছিনিয়ে নিয়েছিল। সেখানেও বিপুল পরিমাণ মতুয়া ভোটব্যাঙ্ক রয়েছে। সেই আসনটিও নিজেদের দখলেই রাখা সম্ভব।

শুধু তাই নয়, মতুয়া ঠাকুরবাড়ির এক সদস্যকে তৃণমূল কংগ্রেস রাজ্যসভায় পাঠিয়েছে। মমতা বালা ঠাকুরকে ভরসা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেও মতুয়া ভোটব্যাঙ্ক কিছুটা আড়াআড়ি ভাগ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেইসব বিচার করেই শান্তনু ঠাকুরে আস্থা রাখল বিজেপি। এমনই মনে করছে রাজনৈতিক মহলের একটা বড় অংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *