বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:ধরমশালা টেস্ট শুরুর আগেই বিরাট সুখবর ভারতীয় শিবিরে। রাঁচিতে চতুর্থ টেস্টের দ্বিতীয় ইনিংসে সফল ভাবে ১৯২ রান তাড়া করার পাশাপাশি, এক টেস্ট বাকি থাকতে ৩-১ সিরিজ পকেটে পুড়ে ফেলেছে টিম ইন্ডিয়া। ফলে ধরমশালা টেস্ট জিতলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ১ নম্বর জায়গাতে পৌঁছে যাওয়ার সুযোগ ছিল রোহিতদের।

তবে শেষ ম্যাচে খেলতে নামার আগেই টিম ইন্ডিয়াকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবলে ১ নম্বর স্থানে জায়গা করে দিল অস্ট্রেলিয়া। ওয়েলিংটনে প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে অজিরা হারাতেই ভারত পয়েন্ট তালিকার শীর্ষস্থানে পৌঁছে গেল।

৮ ম্যাচের মধ্যে ভারত ৫টিতে জয় পেয়েছে। ২টি ম্যাচে হেরেছে, একটি ড্র করেছে। ভারতের পয়েন্ট ৬২। পয়েন্ট শতাংশ ৬৪.৫৮। দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ড ৫ ম্যাচের মধ্যে তিনটিতে জিতেছে দুটিতে হেরেছে। কিউয়িদের পয়েন্ট ৩৬। পয়েন্ট শতাংশ ৬০। তৃতীয়স্থানে থাকা অস্ট্রেলিয়া ১১ ম্যাচ ইতিমধ্যেই খেলে ফেলেছে। এরমধ্যে সাতটিতে জয় পেয়েছে, তিনটি হেরেছে একটি ম্যাচে ড্র করেছে। তাদের পয়েন্ট ৭৮, পয়েন্ট শতাংশ ৫৯.০৯।
চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ স্থানে রয়েছে যথাক্রমে বাংলাদেশ, পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ মাত্র ২টি টেস্ট খেলেছে। একটি জিতেছে, ১টি হেরেছে। পয়েন্টের শতাংশ হার ৫০.০০। পাকিস্তান ৫টি টেস্ট খেলে ২টিতে জিতেছে, তিনটি টেস্ট হেরেছে। পয়েন্টের শতাংশ হার ৩৬.৬৬। ক্যারিবিয়ানরা আবার চারটি টেস্ট খেলে ২টিতেই হেরেছে। ১টি টেস্ট জিতেছে, একটি ড্র করেছে। তাদের পয়েন্টের শতাংশ হার ৩৩.৩৩।

হায়দরাবাদে হারের পর বিশাখাপত্তনমে ১০৬ রানে জয় পায় ভারত। রাজকোটে ৪৩৪ রানে রেকর্ড জয় তুলে নেয় ভারত। আর রাঁচিতে টান টান উত্তেজনার ম্যাচে পাঁচ উইকেটে জিতে পাঁচ ম্যাচের সিরিজে ৩-১ ফলে এগিয়ে গেল ভারত। ফলে ধরমশালার ম্যাচের আগেই সিরিজের ভাগ্য নির্ধারণ হয়ে গিয়েছে।
তবে শেষ টেস্টে দলে ফিরছেন জসপ্রীত বুমরাহ।তবে এই ম্যাচেও খেলতে পারবেন না কেএল রাহুল। তাঁর চোট এখনও পুরোপুরি সারেনি। বিদেশে গিয়েছেন চিকিৎসা করাতে।

ডান হাতের কোয়াড্রিসেপ্সের সমস্যায় ভুগছেন রাহুল। হায়দরাবাদ টেস্টের পরই দল থেকে ছিটকে যান, ভারতীয় দলের তারকা ক্রিকেটারের চোট সম্পর্কে সঠিক ধারণা করতে পারছেন না বোর্ডের চিকিৎসকেরাও । রাহুল নিজের অস্বস্তির কথা জানালেও এনসিএ- মেডিকেল টিমের সদস্যরা বুঝতেই পারছেন না সমস্যা কোথায়। গত বছর কোয়াড্রিসেপ্সে অস্ত্রোপচার হয়েছিল রাহুলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *