বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: পুলিশের কাছে আগেই খবর ছিল যে ট্রেন করে পাচার হচ্ছে সোনার বিস্কুট। তৎপর হয়ে ওঠে গোয়েন্দারা। নিউ জলপাইগুড়ি স্টেশনে দাঁড়িয়ে থাকা শিলচর-সেকেন্দ্রবাদ এক্সপ্রেস-এর জেনারেল কামরা থেকে ১০টি সোনার বিস্কুট সহ দু’জনকে গ্রেফতার করে রাজস্ব গোয়েন্দা দফতর DRI এর আধিকারিকরা।
১০টি সোনার বিস্কুট এর পরিমান ১কিলো ১৬৫ গ্রাম,যার বাজার মূল্য ৭২ লক্ষ ৯৮ হাজার ৭২৫ টাকা। ধৃত শেখ আকবর আলী ও জাকির হুসেন শেখ হাওড়ার ডোমজুড়ের বাসিন্দা বলে জানা গিয়েছে।উদ্ধার হওয়া সোনা আসাম থেকে ওড়িষার কটকের উদ্দেশ্যে পাচার করা হচ্ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে।ধৃতদের শুক্রবার শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।