বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:আসন্ন শারদোৎসব উপলক্ষ্যে ৩৩ নং ওয়ার্ড কমিটির উদ্যোগে উক্ত ওয়ার্ডের আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া মানুষদের মধ্যে বস্ত্র বিতরন করলেন মেয়র গৌতম দেব।
তিনি আজকে ওয়ার্ডের বাচ্চাদের হাতে পুজোর জামা কাপড় তুলে দিলেন। মেয়র এদিন জানালেন আমাদের সবার পুজোর আনন্দ যদি থাকে তবে এই সহজ সরল শিশুদের কেন থাকবে না, আজকে ওদের হাতে জামাকাপড় তুলে দিয়ে পেরে আমি প্রচন্ড আনন্দিত সত্যিকারে মন থেকে আজ আমি তৃপ্ত। মেয়রেরই মোট ৩০০ জন শিশুর হাতে পূজার বস্ত্র তুলে দিলেন। ওয়ার্ডের অন্যান্য তৃণমূল কংগ্রেস কর্মীরা মেয়রকে সহযোগিতা করলেন। মেয়র এদিন আরো জানান পুজোতে সবাই আনন্দ করবে, আর কেউ বিষ আছে থাকবে এটা হবে না। আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করব সবাই যাতে আনন্দে পুজো কাটাতে পারে।