বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: বিশ্বকাপ থেকে চোটে থাকলেও বর্তমানে চোট সারিয়ে ক্রিকেটে ফিরেছেন হার্দিক। কিন্তু তিনিও রঞ্জি না খেলেই ডিওয়াই পাটিল টি২০ টুর্নামেন্টে খেলছেন। বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তির তালিকায় ‘গ্রেড এ’-তে জায়গা ধরে রেখেছেন পাণ্ডিয়া। কিন্তু বোর্ডের শর্ত পূরণ না করে কীভাবে গ্রেড ‘এ’-তে জায়গা ধরে রাখেলন হার্দিক তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তির তালিকায় গ্রেড এ শ্রেণিভক্ত ক্রিকেটাররা হলেন আর অশ্বিন, মহমম্দ সিরাজ, মহম্মদ শামি, কেএল রাহুল, শুভমান গিল, হার্দিক পাণ্ডিয়া। বোর্ডের নিয়ম অনুসারে ১ অক্টোবর ২০২৩ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৪ ন্যূনতম ৩টি টেস্ট বা ৮টি ওয়ানডে বা ১০টি টি২০ ম্যাচ খেলতে হবে। কিন্তু নতুন মরশুমের শুরু থেকে এখনও পর্যন্ত বোর্ডের শর্ত পূরণ করতে পারেননি পাণ্ডিয়া।

একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে , হার্দিক পাণ্ডিয়া ভারতীয় ক্রিকেট বোর্ডকে জানিয়েছে, যদি বছরের কোনও সময় আন্তর্জাতিক ম্যাচ না থাকে, তাহলে সেইসময় তিনি ঘরোয়া ক্রিকেটের সাদাবলের ম্যাচগুলি খেলবেন। তবে ঘরোয়া ক্রিকেটে লালবলের ম্যাচ খেলার এখনও কোনও সম্ভাবনা নেই। কিন্তু তাঁকে সৈয়দ মুস্তাক আলি বা বিজয় হাজারেতে আগামী মরশুমে খেলতে হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের একটি সূত্র সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমটিতে জানিয়েছেন, আমরা পাণ্ডিয়ার সাথে আলোচনা করেছি, ওকে ফাঁকা সময়ে ঘরোয়া ক্রিকেটে সাদা বলের টুর্নামেন্ট খেলার নির্দেশ দেওয়া হয়েছে। এই পর্যায়ে, বিসিসিআইয়ের মেডিকেল টিমের মূল্যায়ন অনুসারে, পাণ্ডিয়া লাল বলের টুর্নামেন্টে বল করার মতো অবস্থায় নেই। তাই রঞ্জি ট্রফি পাণ্ডিয়ার খেলার এখনও কোনও সম্ভাবনা নেই। কিন্তু ভারতীয় দলের খেলা না থাকলে তাঁকে ঘরোয়া সাদা বলের টুর্নামেন্ট খেলতে হবে। তা না হলে তিনি চুক্তি থেকে বাদ পড়বেন। পাণ্ডিয়া এই প্রস্তাব মেনে নিয়েছেন।’

নির্বাচকদের সুপারিশের ভিত্তিতে এবার শ্রেয়স আইয়ার এবং ঈশান কিষাণকে বার্ষিক চুক্তির জন্য বিবেচনা করা হয়নি। ২০২৩ সালের ডিসেম্বর মাসে মানসিক অবসাদের কারণে ভারতীয় দল থেকে বিশ্রাম নেন। এরপর থেকে হঠাৎ করেই ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নেন ঈশান, এমনকি বোর্ডের নির্দেশও মানেননি।

এরফলে ঈশান কিষাণেরর কেন্দ্রীয় চুক্তির উপরেও একটা বড়সড় প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছিল। শোনা যাচ্ছে, বিসিসিআই এবার ঈশানকে বোর্ডের বার্ষিক চুক্তির তালিকা থেকে বাদ দেওয়া হবে। সেই আশঙ্কাই সত্যি হল। সেই সঙ্গে বাদ পড়লেন শ্রেয়স আইয়ারও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *