বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:গতকাল বাংলাদেশ থেকে ইলিশ এসে পৌঁছেয়েছে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের সব জেলাতেই মোটামুটি পৌঁছে গেছে ইলিশ মাছ। কোথাও বেশি বা কোথাও কম, তবে সব থেকে হতাশা জনক কথা
এখনো ইলিশ মাছ কেনার আসেনি মানুষের মধ্যে। মানুষের কাজ এবং মানুষের ব্যস্ততার মধ্য দিয়ে কথা যেন হারিয়ে গেছে ইলিশ মাছ। এবারে ইলিশ মাছ এসেছে আড়াইহাজার থেকে ২১০০ টাকার মধ্যে। যেটা কিনতে গিয়ে হোঁচট খেয়ে চলেছেন সাধারণ মানুষ। সেই কারণে বিক্রেতারাও ইলিশ মাছ নিয়ে আসতে আগ্রহী নন বলে জানিয়েছেন তারা। বেশি দামে মাছ কিনে যাতে ক্ষতি না হয়ে যায় সেটা দেখতেও একেবারেই পারছেন না তারা। তাই হয়তো বাজারে কদর নেই ইলিশ মাছের, ক্রেতার মধ্যে নাবিকরে তাদের মধ্যে। পুজোর মৌসুমে ইলিশ আসবে আবেদার বিক্রি হবে ইলিশ মাছ এটা আশা করে ইলিশ মাছ আমদানি করেছিলেন বিক্রেতারা তবে হতাশ হয়ে আপাতত বন্ধ ইলিশ মাছ বিক্রি করা। তবে সবাই যে বন্ধ করেছেন তা নয়, যে বেশি যাবে তারাই বিক্রি করছেন ইলিশ মাছ। তবে আর কদিন বাকি পুজোর ইলিশ মাছের ভবিষ্যৎ কোথায় যাবে আপাতত সেটা দেখার অপেক্ষায় সাধারন মানুষ।