বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: স্বচ্ছতাই সেবা অভিযানের অংশ হিসাবে, ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের অধীনস্থ নেহরু যুব কেন্দ্র হাওড়ার পক্ষ থেকে আজ বেলুড়ের রামকৃষ্ণ মিশন শিক্ষণামন্দিরে স্বচ্ছতা অভিযানের আয়োজন করা হয়।
দিল্লী পাবলিক স্কুল হাওড়ার ২০ জন ছাত্রছাত্রী এতে অংশগ্রহণ করেন। ছাত্রছাত্রীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তাঁদের মধ্যে পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা এবং প্রকৃতি-পরিবেশের সম্পর্কে সচেতনতা বাড়ানোই ছিলো এই কর্মসূচির মুখ্য উদ্দেশ্য।
রামকৃষ্ণ মিশন শিক্ষণামন্দিরের অধ্যক্ষ, স্বামী বিদ্যামৃতানন্দ কীভাবে বায়োডিগ্রেডেবল বর্জ্যকে ব্যবহারযোগ্য পণ্যে রূপান্তর করা যায় সে সম্পর্কে সকলকে অবহিত করেন।
সবশেষে একটি ছোট সেমিনার এবং গ্রুপ ডিসকাশন করা হয়। সেখানে জেলা যুব আধিকারিক অরুণিমা তিনি পরিবেশের উপর প্লাস্টিকের ক্ষতিকারক প্রভাবের বিষয়ে সকলকে অবগত করেন। ছাত্র-ছাত্রীদেরকে কাপড়ের ব্যাগ, পুনঃব্যবহারযোগ্য পাত্র এবং বায়োডিগ্রেডেবল পণ্যের মতো টেকসই বিকল্পগুলি গ্রহণ করার আহ্বান জানান।