বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: টানা বৃষ্টির জেরে পাহাড় কালিঝোড়ায় ধ্বস। বাংলা-সিকিমের লাইফলাইন ১০নম্বর জাতীয় সড়কের একাংশ তিস্তা গর্ভে তলিয়ে গেছে। অন্যদিকে, একটি অংশে ফাটল ক্রমশ বাড়ছে।
সেই অংশও তলিয়ে যাওয়ার আশঙ্কা করছে। আর তার জেরেই বন্ধ রয়েছে ১০নম্বর জাতীয় সড়ক ধরে যান চলাচল। জেলা প্রশাসনের তরফে জারি রয়েছে নিষেধাজ্ঞা। এই পরিস্থিতিতে ঘুর পথে চলছে গাড়ি। অন্যদিকে, কালিঝোড়া এলাকায় রাস্তা সংলগ্ন পাহাড় কেটে সংস্কারের কাজ শুরু করা হয়েছে। তবে, বৃষ্টির জেরে সেই কাজ মাঝেমধ্যেই ব্যাহত হচ্ছে। সঠিক কবে শেষ হবে কাজ তা অবশ্য স্পষ্ট নয়।