বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: মার্চের শুরু। তাপমাত্রা বাড়া শুরু করেছে। সকালের দিকে কিছুটা উত্তুরে হাওয়া এখনও আছে। আমের বোলে গাছগুলো ভরে গেছে। মধুর লোভে আবার ভ্রমর, মৌমাছি আমের মুকুলে মুকুলে ঘুরে বেড়াচ্ছে। এই সময় যদি একটা হালটা বৃষ্টি হয়ে যায় তাহলে আম উৎপাদন ভালো হবে। এমন সময়ই সামনে আসলো হাওয়া অফিসের ফোরকাস্ট।
আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, আপাতত দুদিন শুষ্ক আবহাওয়াই থাকবে দক্ষিণবঙ্গে। তবে রবিবার থেকেই ঝড়-বৃষ্টির সতর্কতা কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আগামী কয়েকদিন মূলত পরিষ্কার আকাশ থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। তবে সপ্তাহান্তে ফের বৃষ্টিতে ভিজবে বাংলা। ওদিকে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া দপ্তর। আজ থেকেই দক্ষিণবঙ্গে ক্রমশ ঊর্ধ্বমুখী হবে পারদ। দিন ও রাতের তাপমাত্রা বাড়বে। কেবল দক্ষিণবঙ্গই নয়, উত্তরবঙ্গেও লাফিয়ে বাড়বে তাপমাত্রা। মাঝে হালকা বৃষ্টিতেও ভিজবে রাজ্যের বেশ কয়েকটি জেলা। আগামী ২/৩ এর মধ্যে একটা বৃষ্টির পূর্বাভাস আছে। রবিবার ও সোমবার পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় বৃষ্টির সম্ভাবনা তৈরী হচ্ছে। বৃষ্টির সাথে বজ্রবিদ্যুতের সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া দপ্তর। সোমবার বৃষ্টিতে ভিজতে পারে কলকাতাও। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওদিকে কলকাতায় লাফিয়ে বাড়বে দিন ও রাতের তাপমাত্রা।
উত্তরবঙ্গের আবহাওয়া পরিবর্তনর বিশেষ কোনো বার্তা নেই। আজ বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরের কোনও জেলাতেই। শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। রবিবার ও সোমবার নাগাদ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালিম্পং-এ। তবে এই শিলাবৃষ্টি চা চাষের ক্ষতি করতে পারে। চায়ের নতুন পাতা কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারে।