বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: বিয়ের আসর বসছে গুজরাতের জামনগরে। শুরু হয়ে গিয়েছে প্রি ওয়েডিং সেলিব্রেশন। হলিউডের পপস্টার রিহানা। সেই সঙ্গে বলিউডের তাবর তারকারা তো রয়েইছেন। অতিথি আপ্যায়ণে কোনও খামতি রাখতে নারাজ আম্বানি পরিবার।
অতিথিদের জন্য বিশেষ ওয়েলকাম মেনু তৈরি করা হয়েছে। তারমধ্যে রয়েছে বাংলার আমপান্না বা পোড়া আমের সরবত। গরম কালে বাঙালির ঘরে ঘরে যে সরবতের স্বাদ নেওয়া হয়। সেই আমপান্নাই ওয়েলকাম ড্রিংস হিসেবে দেওয়া হচ্ছে অনন্ত-রাধিয়ার প্রি ওয়েডিং সেলিব্রেশনে আসা অতিথিদের।
অতিথিরা প্রি ওয়েডিং সেলিব্রেশনের ভেনুতে পৌঁছলেই তাঁদের দেওয়া হচ্ছে আমপান্না, ওরেঞ্জ পেন্ডা , ড্রাইফ্রুটস, চূড়মা লাড্ডু, পেস্তা দেওয়া মিষ্টি, হলভাসনা, মোহন থাল এবং সুরতি ঘারি। আর ওয়েলকাম ড্রিংসে আম পান্না থাড়াও থাকছে লেমন শিকঞ্জি।
ইতিমধ্যেই ভিভিআইপিরা পৌঁছতে শুরু করে দিয়েছে জাম নগরে। বিমানবন্দর থেকে বিবাহস্থল পর্যন্ত সাজিয়ে তোলা হয়েছে গোটা রাস্তা। প্রায় অর্ধেক বলিউড সেখানে যাচ্ছে। ইতিমধ্যেই দীপিকা পাড়ুকোন-রণবীর সিং পৌঁছে গিয়েছেন সেখানে। অন্তঃসত্ত্বা দীপিকাকে নিয়ে বেশ সাবধানেই বিমানবন্দরে পৌঁছতে দেখা দিয়েছে রণবীর সিংকে। দীপিকার হাত ধরে নিয়ে গিয়েছেন তিনি।
হলিউড থেকে পপ তারকা রিহানাও পৌঁছে গিয়েছেন জামনগরে। ট্রাকে করে নিয়ে যাওয়া হয়েছে তাঁর সরঞ্জাম। হলিউডের এক নম্বর পপ তারকা রিহানা। তিনি পারফর্ম করবেন অনন্ত রাধিকার প্রি ওয়েডিং সেলিব্রেশনে। এছাড়াও শাহরুখ খান, রণবীর-দীপিকা পাড়ুকোনও পারফর্ম করবেন এই অনুষ্ঠানে বলে জানা গিয়েছে। আজ থেকেই চাঁদের হাট বসতে চলেছে জামনগরে।
শুধু-বলিউড তারকারাই নয় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একাধিক ব্যক্তি আসছেন আম্বানির ছেলের বিয়েতে। ওয়াল্ট ডিজনির সিইও থেকে শুরু করে মার্গ কুকারবার্গ, বিল গেটস , সুন্দর পিচাই, সহ দেশে একাধিক বড় শিল্পপতি আমন্ত্রিত রয়েছেন এই বিেয়র অনুষ্ঠানে। আম্বানি পরিবার কয়েক দিন আগেই সেখানে পৌঁছে গিয়েছে। সেখানে গত কয়েকদিন ধরে অনন্ত এবং রাধিকা অন্ন সেবা করছেন। জামনগরের গ্রামবাসীদের িনজেরা হাতে করো খাবার খেতে দিচ্ছেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছে।