বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:মুসল ধারায় বৃষ্টি হয়তো হচ্ছে না, কিন্তু বৃষ্টি বন্ধ হয় নি। সারা বাংলা জুড়েই চলেছে কমবেশি বৃষ্ট। আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরে থাকা নিম্নচাপ দুর্বল হয়েছে ঠিকই, তবে আপাতত বৃষ্টি থেকে রেহাই নেই। বাংলায় জেলায়-জেলায় আজ ভারী বৃষ্টি চলবে।
আবহাওয়া অফিস সূত্রে বৃহস্পতিবার জানা গেছে, যে বৃষ্টি চলেছে গত ২/৩ দিন ধরে তা আরও কিছুদিন ধরে চলবে। তবে এটাও হাওয়া অফিস জানিয়েছে আজকে বৃষ্টি বাড়বে। আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলার দু-একটি জায়গায়। জারি হয়েছে সতর্কতা। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সবটা মিলিয়ে আবার কিন্তু দক্ষিণবঙ্গে বন্যা পরিস্থিতি বৃদ্ধি পেতে পারে। আজ ভিজতে পারে কলকাতাতেও। শহরে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী ২-৩ দিন বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে কলকাতায়। বৃহস্পতিবার পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কিছু অংশে ৭০ মিলিমিটার থেকে ২০০ মিলিমিটার বৃষ্টি হতে পারে।
অন্যদিকে সকাল থেকেই শুরু হয়েছে উত্তরবঙ্গে বৃষ্টি। ৩০ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গে জেলাগুলিও। আজ জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের কয়েকটি অংশে ভারী থেকে অতি ভারী এমনকি অত্যধিক ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পঙে। জারি হয়েছে লাল সতর্কতা।