বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: চলতি বছরে ক্রীড়াক্ষেত্রে উল্লেখযোগ্য ইভেন্টগুলির মধ্যে অন্যতম টি২০ বিশ্বকাপ। চলতি বছরের জুন মাসে ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বসতে চলেছে টি ২০ বিশ্বকাপের আসর। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে এরআগেও আইসিসি ইভেন্ট হলেও, এই প্রথমবার মার্কিন মুলুকে কোনও আইসিসি ট্রফি হতে চলেছে। আগামী বছর ৪-৩০ জুন হবে এই টুর্নামেন্ট।

 

বিশ্বকাপ শুরু হতে এখনও কয়েক মাস বাকি। তার আগে অনুষ্ঠিত হবে বোর্ডের মেগা টি২০ টুর্নামেন্ট আইপিএল। কিন্তু শুক্রবার বিশ্বকাপ নিয়ে পাওয়া গেল বিরাট আপডেট। কবে বিশ্বকাপের জন্য ঘোষিত হবে ভারতীয় দল? দল ঘোষণার শেষ দিন কবে? সেই সব তথ্যই তু‌লে ধরা হল এই প্রতিবেদনে।

একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদ‌ন অনুসারে, ১লা মে-র মধ্যে সব দলকেই তাদের ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করতে হবে। ২৫শে মে-র মধ্যে দলগুলি তাঁদের স্কোয়াডে পরিবর্তন করতে পারবে। এরপর চোট বা অন্য কোনও সমস্যার কারণে দ‌লে পরিবর্তন করতে হ‌লে আইসিসির অনুমোদন নিতে হবে। দলগুলি ভেন্যু পৌঁছানোর উপর নির্ভর করছে কতগুলি করে প্রস্তুতি ম্যাচ তাঁরা খেলতে পারবেন। তবে প্রতিটি দলের জন্য দুটি করে প্রস্তুতি ম্যাচ রাখা হয়েছে।
এখন প্রশ্ন উঠছে কবে ঘোষিত হবে ভারতীয় দল? কারণ আগামী ২২ মার্চ থেকে শুরু হয়ে যাবে আইপিএল। তা চলতে পারে ২৬ মে পর্যন্ত। একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের তথ্য অনুসারে নির্ধারিত দিনেতর শে, দিনে অর্থ্যাত ১ মে ভারতীয় দল ঘোষিত হতে পারে। রোহিত শর্মার নেতৃত্বে খেলতে নামবে ভারত।

টি২০ বিশ্বকাপের গ্রুপ পর্বে ভারত মোট চারটি ম্যাচ খেলবে।৫ জুন নিউ ইয়র্কে প্রথম ম্যাচ আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলবে ভারত। ৯ জুন নিউ ইয়র্কেই পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে তারা। ভারতের তৃতীয় ম্যাচ আয়োজক দেশ আমেরিকার বিরুদ্ধে। ১২ জুন সেই খেলা। এই ম্যাচও হবে নিউ ইয়র্কে। গ্রুপের শেষ ম্যাচে ভারতের বিরুদ্ধে কানাডা। ফ্লোরিডাতে সেই ম্যাচ হবে।

উল্লেখ্য টি২০ বিশ্বকাপ শুরুর ৩ মাসেরও বেশি সময় বাকি রয়েছে। কিন্ত এখন থেকেই ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট নিয়ে হাহাকার শুরু হয়েছে। কূটনৈতিক এবং রাজনৈতিক সম্পর্কের অবনতির কারণে এশিয়ার এই দুই দেশ এক যুগের বেশি সময় ধরে দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয় না।ফলে আইসিসির ইভেন্টে স্বাভাবিকভাবেই এই ম্যাচে টিকিটের চাহিদাও থাকে অন্য যেকোনও ম্যাচের তুলনায় অনেকটাই বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *