বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: অর্থমন্ত্রী নীর্মলা সিতারামন ৫ দিনের উজবেকিস্তান সফরে গিয়েছেন।সফরকালে তিনি আজ ও বৃহস্পতিবার পরিকাঠামো বিনিয়োগ ব্যাঙ্ক AIIB র বোর্ড অফ গভরনরস এর নবম বার্ষিক বৈঠকে যোগ দেবেন।
ভারত ও উজবেকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তিতেও স্বাক্ষর করবেন তিনি। এ ছাড়াও শ্রীমতী সিতারামন উজবেক রাষ্ট্রপতি শাভকাত মিরজিয়য়েভ এর সঙ্গেও সাক্ষাৎ করবেন। উজবেকিস্তান, কাতার, চীন এর অর্থমন্ত্রী এবং AIIBসভাপতির সঙ্গেও তাঁর বৈঠকে বসার কর্মসূচী রয়েছে। সমরখন্দ স্টেট ইউনিভারসিটি এবং তাশখন্দে লাল বাহাদুর শাস্ত্রী স্মারক সৌধ ও পরিদর্শন করবেন তিনি।