বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: যুবভারতী ক্রীড়াঙ্গনে গতকাল সন্ধ্যায় আইএসএল ফুটবলের উত্তেজনাপূর্ণ ম্যাচে মোহনবাগান সুপারজায়ান্ট ৩-২ গোলে নর্থ ইস্ট ইউনাইটেডকে হারিয়ে দিয়েছে।
খেলার চতুর্থ মিনিটেই মহম্মদ আলি বেমারারের গোলে নর্থ ইস্ট এগিয়ে যায়। ১০ মিনিটে মোহনবাগানের হয়ে সমতা ফেরান দীপেন্দু বিশ্বাস। ২৪ মিনিটে নর্থ ইস্টের হয়ে দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়ান আলেদিন আজারেই। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬১ মিনিটে মোহনবাগানের হয়ে দ্বিতীয় গোল করেন শুভাশীষ বোস। ৮৭ মিনিটে সবুজ মেরুনের হয়ে তৃতীয় গোল করে দলের জয় সুনিশ্চিত করেন জেসন কামিংস।
এই জয়ের ফলে মোহনবাগান ২ ম্যাচে চার পয়েন্ট পেয়ে পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে উঠে এলো। সমসংখ্যক ম্যাচে ৩ পয়েন্ট পেয়ে নর্থ ইস্ট সপ্তম স্থানে রইলো।