বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, দেশের সেনাবাহিনীকে শক্তিশালী করতে সেনা স্কুলগুলির বিরাট অবদান রয়েছে।
রাজস্হানের জয়পুরে নতুন একটি সেনা স্কুলের আনুষ্ঠানিক উদ্বোধন করে শ্রী সিং বলেন, রাজস্হান, সংস্কৃতি এবং বীরত্বের জন্য সুপরিচিত। চলতি শিক্ষা বর্ষ থেকেই এই সেনা স্কুলে পড়াশোনা শুরু হয়ে যাবে। কেন্দ্রীয় সরকারী, বে-সরকারী যৌথ অংশীদারিত্বে দেশজুড়ে নতুন ১-শোটি সেনা স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছে। জয়পুরের এই স্কুলটি তার অন্যতম।