বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি রাষ্ট্রসংঘের ৭৯তম সাধারণ পরিষদের ‘সামিট অব দ্য ফিউচার’ অধিবেশনে ভাষণ দেন। নিউইয়র্কে রাষ্ট্রসংঘের এই অধিবেশনে নেপালি প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন তিনি।

 

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ওলি, দারিদ্র্য মোকাবেলায় শিল্পায়ন ও উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, গ্রিনহাউস গ্যাস নিঃসরণের ফলে স্বল্পোন্নত দেশগুলি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আরও বেশি অর্থ বিনিয়োগের আহ্বান জানান তিনি।

নেপাল খুব শীঘ্রই সাগরমাথা সম্বাদ সম্মেলনের আয়োজন করছে বলে রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে অবহিত করেন শ্রী ওলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *