বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:এক লাইন থেকে অন্য লাইনে যেতে গিয়ে উল্টে গেল মাল গাড়ি, আজ সকালে ময়নাগুড়ি স্টেশনের বেশ কিছু আগে এই মাল গাড়ি উল্টে যাওয়ার ঘটনা ঘটলো।
হঠাৎ করে এক লাইন থেকে অন্য লাইনে চলে যাওয়ার কারণেই এই বিপত্তি বলে জানিয়েছে ইঞ্জিনিয়ারেরা। সেই সময় সকাল হওয়ায় লোক কম ছিল ষ্টেশন এ, ট্রেন উল্টে যাওয়ার প্রকট শব্দে ভয় পেয়ে যান অনেকেই, ছুটে আসেন স্টেশন মাস্টার , গার্ড এবং কর্মচারীরা। তবে এই ঘটনায় এখনো কারো আহত হওয়ার খবর পাওয়া যায়নি। কয়েক ঘন্টার জন্য আপাতত ওই লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। এনজিপি গ্রামে কয়েকটি প্যাসেঞ্জার ট্রেন আটকে পড়ে আছে। রেলের তরফ থেকে জানানো হয়েছে দুটো মেরামতের কাজ চলছে। দুপুরের পর পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে।