বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: শিলিগুড়ি ৩৮ নম্বর ওয়ার্ডের সুকান্ত নগর এলাকায় নিজের ২৫ দিনের সন্তানকে কুয়েতে ছুটে দিল মা, ফেলে দিয়ে মা নিজে রান্না করতে চলে যায়, সন্দেহ হয় ওই বাড়ির কাজের মেয়েটির, সবকিছু জানতে পেরে সে চিৎকার করতে আরম্ভ করে, ছুটে চলে আসে এলাকার লোকজন, খবর দেওয়া হয় পুলিশ এবং দমকল কে।
জানাজায় ওই বাড়ির গৃহবধূ রিমা হালদার দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যায় ভুগছিলেন, এছাড়া পারিবারিক সমস্যাও ছিল তার। অবৈধ কোন সম্পর্ক জড়িয়ে পড়েছিলেন তিনি, তাই চাইছিলেন সংসার থেকে নিষ্কৃতি পেতে। নিজের সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর থেকে আরো অস্বাভাবিক হয়ে যান তিনি, ওই বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সব ধরনের চেষ্টা শুরু করে দেন, তার স্বামী
স্বপন হালদার পেশায় ব্যবসায়ী, তিনি জানালেন কাজটি বিভিন্ন মানসিক সমস্যায় ভুগছেন, তাই তিনি এই কাজ করে ফেলেছেন। এদিন তিনি দোকানে চলে গিয়েছিলেন, এরপরে বাড়ি থেকে ফোন আশায় তিনি দৌড়ে চলে আসেন, এসে দেখেন এই ঘটনা, দমকলকে খবর দেওয়া হলে দমকল নেমে বাচ্চা থেকে উদ্ধার করে, আপাতত বাচ্চা থেকে স্থানীয় একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে, বাচ্চাটির অবস্থা আপাতত স্থিতিশীল। বলে জানা গেছে। খবর দেওয়া হয়েছে এলাকার কাউন্সিলর এবং এমএমআইসি দুরাল দত্তকেও, তিনি এসে উত্তেজ পরিস্থিতির সামাল দেন। প্রতিবেশীরা জানাই দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল ওই পরিবারে, তার থেকেই এই ঘটনা ঘটে যায়।