বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: সম্প্রতি আর জি কর কান্ড আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে ভারতে নারীরা মোটেও সুরক্ষিত নয়। এই বিষয়ে বেশি করে অভিযোগ আসছে বিজেপি শাসিত রাজ্যগুলো থেকে। এই বিষয়ে বার বার খবরের শিরোনামে আসছে অসম। আবার অসমে নাবালিকা ধর্ষণ! এবারও ঘটনাস্থল সেই নাগাঁও জেলাই।
বৃহস্পতিবারেও এই জেলাতেই গণধর্ষণের শিকার হয়েছিল এক কিশোরী। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাতে ছোট ভাইয়ের সঙ্গে বাড়ি ফিরছিল ওই নাবালিকা। পথে বাইকে দুই দুষ্কৃতী এসে তাঁকে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে গণধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনার সময় কোনওক্রমে দৌড়ে পালিয়ে এসে স্থানীয় লোকেদের বিষয়টি জানায় নির্যাতিতা নাবালিকার ভাই। এরপর স্থানীয়রা সেদিকে গেলে পালায় দুই অভিযুক্ত। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দায়ের করা হয়েছে এফআইআর ও অভিযুক্তদের খোঁজে চলছে চিরুনি তল্লাশি। উল্লেখ্য, এর আগে গত মাসে অসমের ধিং-এ টিউশন থেকে ফেরার পথে এক ১৪ বছরের নাবালিকাকে গণধর্ষণ করে তিন যুবক। পরে অর্ধনগ্ন অবস্থায় একটি পুকুরের পাশ থেকে তাঁকে উদ্ধার করা হয়। আন্দোলনে শামিল হয়েছিলেন স্থানীয়রা। কিন্তু তারপরেও পরিস্থিতিতে কোনও পরিবর্তন আসেনি। স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে পড়েছে প্রশাসন। এই অবস্থা থেকে মুক্তির একমাত্র রাস্তা বৃহত্তর সামাজিক আন্দোলন গড়ে তোলা।