বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: রানীগঞ্জের ত্রিবেণী দেবী ভলেন্টিয়ার কলেজ কমার্সের প্রথম বর্ষে ভর্তি হতে আসা এক ছাত্রীর থেকে কলেজে ভর্তি করার নাম করে টাকা চাওয়া ও সেই ছাত্রীকে নির্জনে নিয়ে গিয়ে কলেজ চত্বরের মধ্যে শ্লীলতাহানি করেছে বলেই অভিযোগ তুলল এক ছাত্রীর বাবা-মা।

 

শনিবার তারা এই বিষয়ে কলেজের টিচার ইনচার্জ মিলন মুখার্জির হাতে একটি অভিযোগ পত্র তুলে দেয়। টিচার ইনচার্জ এ বিষয়ে জানিয়েছেন তিনি অভিযোগপত্র পাওয়ার পর পরই বিষয়টিকে নিয়ে থানায় যোগাযোগ করে সমস্ত বিষয়টি পুলিশ প্রশাসনকে খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের জন্য জানিয়েছেন। রানীগঞ্জ থানার পুলিশ প্রশাসন এই ঘটনার খবর পাওয়ার পর পরই রানীগঞ্জ থানার ইন্সপেক্টর বিকাশ দত্তর নেতৃত্বে এক বিশেষ তদন্তকারী দলকে টিডিবি কলেজে পাঠিয়ে সমস্ত বিষয় খতিয়ে দেখার নির্দেশ দেন। এই ঘটনার পরপরই পুলিশের বিশেষ তদন্তকারী দল কলেজ চত্বরে থাকা বিভিন্ন অংশে সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে ঘটনা কি ঘটেছিল, কোন সময় এই ঘটনা ঘটেছিল, কারা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে সে সকল বিষয়গুলি খতিয়ে দেখছেন। জানা গেছে শনিবার সকাল ১০ টা নাগাদ এনসিসি বিল্ডিং এর উপর তলায় ওই কলেজে ভর্তি হতে আসা ছাত্রীর সঙ্গে দুর্ব্যবহার করা হয়, এমনই অভিযোগ করেছেন ওই ছাত্রীর বাবা-মা বলে জানা গেছে। এ মুহূর্তে পুলিশ প্রশাসন সমস্ত ঘটনা খতিয়ে দেখে এই ঘটনার সঙ্গে কারা যুক্ত রয়েছেন, এই ঘটনা আদপে কি ঘটেছে, সে সকল বিষয়গুলি খতিয়ে দেখছেন। জানা গেছে এ বিষয়ে ওই ছাত্রীর প্রয়োজন রানীগঞ্জ থানার পুলিশ প্রশাসনের সঙ্গেও যোগাযোগ করেছেন। তবে কারা এই ঘটনা ঘটালো আদেও এ ধরনের কোন ঘটনা ঘটেছে কিনা, সে সফল গুলি নিয়ে এখন ধঁয়াশায় রয়েছে। এ মুহূর্তে রানীগঞ্জের টিডিবি কলেজ চত্বরে ব্যাপক চাঞ্চল্যের পরিবেশ জারি রয়েছে। পুলিশ প্রশাসন নজর রাখছে সমস্ত বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *