বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:: শনিবার সন্ধ্যায় কয়েক মিনিটের ঝড়ে ক্ষতিগ্রস্ত হলো ডুয়ার্সের বেশ কয়েকটি বাড়ি। বহু গাছও উপরে পড়ার ঘটনা ঘটেছে।
ডুয়ার্সের মেটেলি ব্লকের চালসার ডিইসি পাড়ায় ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তারও ছিড়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মেটেলি বাজার এলাকা। মেটেলি বাজার মাদ্রাসা লাইনের ওম প্রকাশ শাএর ঘরের টিনের ছাদ উড়ে গিয়েছে। মেটেলি বাজারের বিশ্বজিৎ কুন্ডুর বাড়ির ছাদ ও বাগানের ক্ষতি হয়েছে। পাশাপাশি ঘরের টিনের চাল উড়ে গিয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ওম প্রকাশ শা এর বাড়ি। ঘরের ছাদ উড়ে গিয়ে জলমগ্ন হয়ে গিয়েছে সম্পূর্ণ ঘর। ক্ষতিগ্রস্ত ওম প্রকাশ শা বলেন, শনিবারের ঝড়ে ঘরের টিনের ছাদ উড়ে গিয়েছে। রাতভর পরিবারকে নিয়ে খুব সমস্যায় ছিলাম। সরকারিভাবে সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি। ঘটনার খবর পেয়ে এদিন এলাকা পরিদর্শনে যান পঞ্চায়েত সদস্যা অঞ্জু চৌধুরী। তিনি বলেন, শনিবারের ঝরে মেটেলি বাজারের বেশ কয়েকটি বাড়ির টিনের ছাদ উড়ে গিয়েছে। বিষয়টি প্রধানকে জানানো হয়েছে। গ্রাম পঞ্চায়েত থেকে সাধ্যমতো ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সাহায্য করার আশ্বাস দেন তিনি।