বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: দীর্ঘ তিন মাস সংরক্ষিত বনাঞ্চল ও জাতীয় উদ্যান বন্ধ থাকার পর অবশেষে গত ১৬ ই সেপ্টেম্বর থেকে খুলে যাওয়ার পর ডুয়ার্সের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে উপচে পড়েছে পর্যটকদের ভিড়।

 

 

দিনের বেলা জঙ্গল সাফারিতে বন্য প্রাণীর দেখা মেলায় খুশির আমেজ পর্যটক মহলে। তবে দিনভর ডুয়ার্সের জঙ্গল নদী নালা পাহাড়ের প্রাকৃতিক মনোরম সৌন্দর্য উপভোগ করার পর পর্যটকেরা বিশেষ করে ডুয়ার্সের চালসার হোমস্টে ও রিসোর্ট গুলিতে রাত্রি যাপন করছে। এদিন গভীর রাতে চালসার বাতাবারির একটি রিসোর্টে যখন পর্যটকেরা বন ফায়ারে ব্যস্ত ছিল ঠিক সে সময় আচমকায় গজরাজ পদার্পণ করেন। একটা সময় রিসোর্টএর কর্মীদের তৎপরতায় সু বিশাল এই গজরাজটিকে জঙ্গলে ফেরানোর সম্ভব হয়। খানিকটা আতঙ্কের মাঝেও পর্যটকরা রাতের অন্ধকারে হাতির দেখা পাওয়ায় অনেকটাই খুশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *