বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:সোমি আলি এবং সলমন খানের প্রেম নিয়ে চর্চা কম ছিল না। বিয়ে করার পরিকল্পনাও করেছিলেন তাঁরা। কিন্তু ভাগ্যে ছিল অন্য কিছু।
সোমির সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর ঐশ্বর্যের প্রেমে পড়েন সলমন। বিশ্বসুন্দরী কী ভাবে সলমনের মনে জায়গা করে নেন, তা জানিয়েছিলেন সোমি।সোমি আলি বলেন, “হাম দিল দে চুকে সানাম-এর শুটিং চলছিল। আমি যখন সলমনকে ফোন করি কিন্তু তিনি ফোন ধরেননি। তখন আমি সঞ্জয় লীলা ভন্সালীকে ফোন করি এবং তিনি বলেন, সলমন কথা বলতে পারবে না। কারণ ও শটে আছে।” তখনই পরিচালককে পাল্টা প্রশ্ন করেন সোমি, “ও যদি শটে থাকে, আপনি সেখানে নেই কেন? আপনি কেন আমার ফোনটা তুললেন?” অপ্রস্তুত হয়ে চুপ করে গিয়েছিলেন।পরবর্তীতে নাকি, সলমনের জিমে আসা শুরু করেন ঐশ্বর্য। সেই সময় গ্যালাক্সির গ্রাউন্ড ফ্লোরে থাকতেন সলমন এবং সোমি। সেখানেই সেই জিম ছিল।সোমি বলেন, “‘হাম দিল দে চুকে সনম’-এর শ্যুট করতে গিয়ে প্রেমে পড়ে সলমন এবং ঐশ্বর্য। পরিচারকদের থেকে আমি খবর পেতাম। আমি জানতাম ওদের সম্পর্কটা অনেক দূর গড়াবে। বুঝেছিলাম, আমার সরে যাওয়ার সময় এসেছে।”২০০২ সালে বিচ্ছেদ হয় সলমন এবং ঐশ্বর্যের। তারপর আর কখনও একসঙ্গে কাজ করেননি তাঁরা।