বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:: ১১ দিনের আন্দোলকে কয়েক ঘন্টায় মুছে ফেলার চেষ্টা স্বাস্থ্য ভাবনের। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে নাগরিক মহল। এভাবে আন্দোনের চিহ্ন মুছে দেওয়ার মধ্যে আছে একটা ফ্যাসিস্ট মনোভাব – অভিমান নাগরিক মহলের। স্বাস্থ্য ভবনের বাইরের বাস স্ট্যান্ডে লেখা হয়েছিল নানা স্লোগান।

 

রাস্তায় গোটা গোটা অক্ষরে লেখা ছিল We Want Justice (উই ওয়ান্ট জাস্টিস)। রাতারাতি বদলে গেল সে সব। শুক্রবার সন্ধ্যায় সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করে ধরনায় ইতি টেনেছেন জুনিয়র ডাক্তাররা। যদিও তাঁরা বলেছেন, আন্দোলন জারি থাকবে। এরপর শনিবার সকাল হতেই দেখা গেল, সব স্লোগান মুছে ফেলা হয়েছে রঙে। পোস্টার মোছার এই তৎপরতা সামান্য যদি কার্য ক্ষেত্রে থাকতো তাহলে হয়তো ৯ আগস্টের ঘটনা ঘটতোই না।

আরও অবাক করা বিষয় হলো, শুধু স্বাস্থ্যভবন নয়, বাসস্ট্যান্ড-এর রাস্তায় লেখা ‘উই ওয়ান্ট জাস্টিস’ আলকাতরা দিয়ে মুছে দেওয়া হয়েছে। রাস্তায় লেখা স্লোগানের ওপর লেপে দেওয়া হয়েছে আলকাতরা। আন্দোলনের সব চিহ্ন যে মুছে দেওয়ার চেষ্টা করা হয়েছে, তা স্পষ্ট। তবে জুনিয়র ডাক্তাররা বলছেন, রঙ দিয়ে ঢেকে দিলেও আন্দোলনের আগুন চাপা দেওয়া যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *