বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: কথায় আছে প্রেম আর যুদ্ধ কোনো নিয়ম মানে না। সত্যিই এমন অজস্র নিদর্শন আছে। ‘প্রেম’ শব্দটার মহাত্ম একদম আলাদা।

 

প্রেম কখনো স্থান, কাল, পাত্র মানে না। তাই আবার প্রমাণ করলো এক নাবালক। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা থানার বজবজ ইএসআই হাসপাতালের। জানা যাচ্ছে, হাসপাতালে ডাক্তার দেখাতে এসে এক নাবালক এক নার্সের প্রেমে পরে লিখে ফেলে এক প্রেমপত্র। কিন্তু সেই চিঠি যে অজস্র ভুল বানানে ভরা। তবে এই ঘটনায় বেজায় চটেছেন ওই হাসপাতালের সিনিয়র নার্সরা। যদিও প্রেমপত্রটি কাকে লেখা হয়েছে এবং পত্রের লেখক কে তার কোনও উল্লেখ নেই চিঠিতে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা থানার বজবজ ইএসআই হাসপাতালে। সেই চিঠি পেয়ে বেজায় খেপেছে হাসপাতালের নার্স ও ডাক্তারেরা।

এমন ঘটনাকে হাসপাতাল বেশি গুরুত্ব দিয়ে ফেলেছে বলেও সবাই মনে করেন। জানা যায়, সোমবার রাতে নাইট ডিউটি করছিলেন এক জুনিয়র নার্স। মঙ্গলবার সকালে চেঞ্জিং রুমে যাওয়ার সময় তিনি মেঝেতে এক টুকরো কাগজ পড়ে থাকতে দেখেন। কাগজটি তুলে তিনি দেখেন তাতে ভুল বানানে লেখা একটি প্রেমপত্র। লেখা রয়েছে, ‘তোমাকে পোথোম দেকাতেই ভালো সেফে লিছি….।’ ভালো করে পড়লে বোঝা যায় ওই চিরকুটে লেখা রয়েছে, ‘আমার নাম….। আমি তোমাকে খুব ভালোবাসি। প্রথম দেখাতেই তোমাকে ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ।’ আর যায় কোথায়! এই নিয়ে হৈ হৈ পরে যায় হাসপাতালে। এদিকে হাসপাতালের নার্স ও চিকিৎসকরা মিলে সেখানে থাকা এক নাবালককে সন্দেহ করে তাকে ধরে পুলিশের হাতে তুলে দেন। পুলিশ নাবালকটিকে আটক করে থানায় নিয়ে যায়। নাগরিক মহল বলছেন,এটা মনে হয়, লঘু পাপে গুরু দন্ড হয়ে গেলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *