বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর শুভ সম্পর্কের কথা আমরা সবাই জানি। আগামী ২১ তারিখ মোদী যাচ্ছেন আমেরিকা সফরে। সেখানে ভারতের প্রধামন্ত্রীর একাধিক কর্মসূচি আছে।

 

এদিকে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট মোদীর সঙ্গে বৈঠকের ইচ্ছা প্রকাশ করেছেন। এখন প্রশ্ন উঠেছে, এই বৈঠকের কি কোনো সম্ভাবনা আছে? এক নির্বাচনী জনসভায় গিয়ে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট সাফ জানিয়ে দেন, বন্ধু মোদির সঙ্গে বৈঠকে বসতে চলেছেন। তবে ট্রাম্পের এই ঘোষণাকে আপাতত ‘ফাঁপা বুলি’ হিসাবেই ধরছে রাজনৈতিক মহল। কারণ তেমন কোনো সিডিউল মোদীর নেই। তিন দিনের সফরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আয়োজিত বার্ষিক কোয়াড সামিটে অংশ নেবেন ভারতের প্রধানমন্ত্রী। এছাড়া এই বৈঠকে অংশ নেবেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এবং জাপানি ফুমিও কিশিদাও। রাষ্ট্রসংঘের সাধারণ সভায় ভাষণ দেওয়ার কথাও রয়েছে মোদীর। এই পরিস্থিতিতে সত্যিই কি মোদী ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন? এই প্রশ্ন কূটনৈতিক মহলে উঠেছে।

ট্রাম্প কিন্তু এই বিষয়ে খুবই আশাবাদী। তিনি বিশ্বাস করেন, ঠিক সময় বের করে মোদী তার সঙ্গে আলোচনায় বসবেন। মিশিগানের এক নির্বাচনী প্রচারে গিয়ে ট্রাম্প বলেন, মোদীর মার্কিন সফর চলাকালীনই বৈঠকে বসবেন দুই নেতা। ভারতের বিদেশমন্ত্রকের তরফে বলা হয়েছে, “মার্কিন সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বেশ কয়েকটি বৈঠক স্থির করা হয়েছে। কিন্তু সেই বৈঠকগুলো নিয়ে চূড়ান্ত ঘোষণা করার সময় এখনও আসেনি। নানাদিক বিচার করে বৈঠকগুলো স্থির করা হবে। যদি ট্রাম্পের সঙ্গে বৈঠক চূড়ান্ত হয়, তাহলে জানিয়ে দেওয়া হবে।” তাই এখনও কৌতূহল রয়েই গেলো যে শেষ পর্যন্ত ওই বৈঠক হচ্ছে কিনা, ত নিয়ে! এখন আমাদের অপেক্ষা করতে হবে আরো কয়েকটা দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *