বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:মোটামুটি বৃষ্টিহীন ভাবেই কেটেছে বিশ্বকর্মা পুজো। সেই অর্থে বৃষ্টি হয় নি। তার আগে কয়েকদিন বেশ ভালো বৃষ্টি হয়েছে। এমন কী পশ্চিমের দু’একটি জেলায় বন্যার পরিস্থিতি তৈরী হয়েছে।
বুধবার সকালে আলিপুর আবহাওয়া দপ্তর জানায়, বুধবার এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে সামান্যই বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আজ বৃষ্টির সম্ভাবনা। তবে সব জেলার সমস্ত অংশে বৃষ্টি হবে না। একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আপাতত কোনও সতর্কতাও জারি করা হয়নি কোনো জেলায়। আরো জানানো হয়েছে, অল্প বৃষ্টি গোটা সপ্তাহ ধরে হতে পারে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আজ পশ্চিমের কয়েকটি জেলায় অধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ হালকা ভিজতে পারে কলকাতাও। বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রির আশেপাশে। শুক্রবার আবার কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। হাওয়া অফিস জানাচ্ছে, শুক্রবার দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলেও হতে পারে। ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
অন্যদিকে উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কোনও জেলায় কোনো সতর্কতা জারি করা হয়নি।