বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার পরে কী জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি উঠবে? এই প্রশ্ন ছিল নাগরিক মহলে। কিন্তু জি বি মিটিংয়ের পরে তারা জানিয়ে দিলো তাদের বাকি দুটি দাবি না মানা হলে তারা কর্মবিরতিতে অচল থাকবে।

 

এ দিন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো বলেন, “আমাদের যে চতুর্থ এবং পঞ্চম দাবি ছিল অর্থাৎ প্রিন্সিপ্যাল সেক্রেটারির বিষয়টি সেটা মানতে হবে। আর মাহামান্য সুপ্রিম কোর্ট যেভাবে নিরাপত্তা এবং সুরক্ষা নিয়ে আমাদের দাবিকে মান্যতা দিয়েছে। আমাদের দাবি ছিল কলেজ ক্যাম্পাসে যাতে দ্বিতীয়বার তিলোত্তমার ঘটনা না ঘটে সেই সুরক্ষা সুনিশ্চিত করতে হবে। কলেজে-কলেজে গণতান্ত্রিক পরিসর আরও বৃহত্তর করতে হবে। আমরা মনে করি এই দাবিগুলি নিয়ে দ্রুত সরকারের সঙ্গে আলোচনায় হওয়া উচিত।” সেই কারণেই এই মুহূর্তে তারা কর্মবিরতি তুলছেন না।

তাদের চতুর্থ-পঞ্চম দফা এখনও পূরণ হয়নি। সেই নিয়ে প্রশাসনের সঙ্গে বৈঠকে বসতে চান তাঁরা। ইতিমধ্যেই আলোচনা চেয়ে ইমেল করছেন জুনিয়র চিকিৎসকরা। এই বৈঠকের আলোচনার উপরেই নির্ভর করছে কবে ধরনা তুলে নেবেন তারা। এখন দেখার সরকার পক্ষ এবার কোন দিকে যায়!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *